শেষ আপডেট: 17th May 2024 09:31
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডের তদন্ত শুরু করার পর একাধিকবার সেখানে গেছে সিবিআই আধিকারিকরা। জমি হারাদের বাড়িতে গিয়ে, 'নির্যাতিত'দের সঙ্গে কথা বলে অভিযোগ শুনছিলেন। কিন্তু এবার থেকে সন্দেশখালিতেই অস্থায়ী ক্যাম্প খুলল সিবিআই। সূত্রের খবর, সেখানে থেকেই এ বার তদন্ত করবেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।
কলকাতা হাইকোর্টের নির্দেশে নতুন ইমেল আইডি খুলে সন্দেশখালি নিয়ে যাবতীয় অভিযোগ নেওয়া শুরু করেছিল সিবিআই। পাশাপাশি একাধিকবার সেখানে অভিযানও করেছে তাঁরা। তবে অস্থায়ী ক্যাম্প খুললেও ইমেলের মাধ্যমে অভিযোগ জমা নেওয়া বন্ধ করছে না তারা। গোয়েন্দা সংস্থা আসলে মনে করেছে, সন্দেশখালিতে অস্থায়ী ক্যাম্প খুললে গ্রামের মানুষ আরও সহজে অভিযোগ জানাতে পারবেন। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে সন্দেশখালিতে নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখলের অভিযোগ উঠেছে। যদিও ভোটের মাঝে পরপর ভাইরাল হওয়া ভিডিও সেই সব অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। কারণ, ভিডিওগুলিতে দাবি করা হয়েছে, টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল। বিজেপির নেতারা এই ঘটনার নেপথ্যে রয়েছে। যদিও কোনও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। এদিকে আবার ভোটের মাঝেই সন্দেশখালি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। শাহজাহান কোনও অস্ত্র পাচারকারীদের সঙ্গে জড়িত কিনা, সেই বিষয় নিয়েও তদন্ত হচ্ছে।
সিবিআই-এর পাশাপাশি ইডিও সন্দেশখালি মামলায় তদন্ত করছে। তাঁরা জমি দখল মামলায় এর আগে শাহজাহানের ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। এবার জানা গেল, ইডি আরও ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। শাহজানের পরিবার ও তাঁদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।