শেষ আপডেট: 13th July 2024 14:40
দ্য ওয়াল ব্যুরো: মানিকতলা বিধানসভা কেন্দ্রে জিতল তৃণমূল। প্রায় ৬২ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে।
উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণের পর মানিকতলা আসনও নিজেদের দখলে রাখল তৃণমূল। ২০২১ সালে মানিকতলায় তৃণমূলই জয়ী হয়েছিল। সাধন পাণ্ডের মৃত্যুতে সেখানে উপনির্বাচন হল। ওই কেন্দ্রের প্রয়াত বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রীকে প্রার্থী করে ঘাসফুল শিবির। ৬২,৩১২ ভোটে জয়লাভ করল শাসক দল।
একুশের বিধানসভা ভোটে হারের পর কারচুপির অভিযোগে প্রয়াত সাধন পাণ্ডের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। ওই বছরেরই ৯ নভেম্বর প্রয়াত হন সাধন। কিন্তু কল্যাণের মামলার জেরে আইনি জটিলতায় ওই আসনের উপ নির্বাচন আটকে ছিল। পরে আদালতের নির্দেশে সম্প্রতি অভিযোগ প্রত্যাহার করে নিয়েছিলেন কল্যাণ।
অবশেষে গত ১০ জুলাই চার বিধানসভার মধ্যে মানিকতলাতেও উপনির্বাচন ছিল।। শনিবার ছিল ভোটগণনা। শুরু থেকেই এগিয়ে ছিলেন তৃণমূলের সুপ্তি পাণ্ডে। সময় যত এগোতে থাকে ততই সাধন পাণ্ডের স্ত্রীর জয় নিশ্চিত হতে থাকে। শেষ পর্যন্ত বিপুল ভোটে জয়ী হলেন তিনি।
মানিকতলা উপনির্বাচনে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। গোটা তৃণমূল শিবির জানত, বাবার ছেড়ে যাওয়া বিধানসভা আসনে প্রার্থী হতে প্রবল আগ্রহী ছিলেন মেয়ে শ্রেয়া পাণ্ডে। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে এই কেন্দ্রে প্রার্থী করা হয় প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে। যদিও অনেকেই ভেবেছিলেন যে সাধনের মেয়ে শ্রেয়া প্রার্থী হতে পারেন কারণ ওই এলাকায় তাঁকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেছে। তবে শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সহপাঠী শ্রেয়ার মা সুপ্তি পাণ্ডেকেই প্রার্থী হিসেবে বেছে নেন। জয়ী হলেন সাধনের স্ত্রী।