বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে ও মেয়ে শ্রেয়া।
শেষ আপডেট: 13th July 2024 12:40
দ্য ওয়াল ব্যুরো: একুশের বিধানসভা ভোটে হারের পর কারচুপির অভিযোগে প্রয়াত মন্ত্রী-বিধায়ক সাধন পাণ্ডের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। ওই বছরেরই ৯ নভেম্বর প্রয়াত হন সাধন। কিন্তু কল্যাণের মামলার জেরে আইনি জটিলতায় ওই আসনের উপ নির্বাচন আটকে ছিল। পরে আদালতের নির্দেশে সম্প্রতি অভিযোগ প্রত্যাহার করে নিয়েছিলেন কল্যাণ।
গত বুধবার বাগদা, রাণাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ বিধানসভার সঙ্গে মানিকতলাতেও উপ নির্বাচন হয়েছে। সেদিনও ভোট কারচুুপির অভিযোগে সরব হয়েছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ। শনিবার গণনার দিনেও কল্যাণে মুখে শোনা গেল কারচুপির অভিযোগ।
খেলার মাঠে একদা দাপিয়ে বেড়ানো কল্যাণের আক্ষেপ, "খেলাটা শুরুই করতে দিল না! গোল দেব কী করে? ভোটই তো হল না। তাহলে জেতা, হারার কী আছে। সবটাই তো ছাপ্পা দিয়ে করে দিল!"
কল্যাণের অভিযোগ, ২৭৭ টার মধ্যে ৮৯টা বুথে ব্যাপক ছাপ্পা মারা হয়েছে। ৬টি জায়গা থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়। পিস্তলও দেখানো হয়েছিল একটি বুথে। ৭১টা বুথে এজেন্ট বসতে পেরেছিল। ৮০ শতাংশ বুথে ভোটই হয়নি। বহুতল এবং বস্তির সামনে পাহারায় ছিল তৃণমূল। ভোটের নামে প্রহসন করা হল।
কল্য়াণ বলেন, "নির্বাচন কমিশনকেও অভিযোগও জানিয়েছিলাম। সিসিটিভি চেক করলেই দেখা যেত আমি সত্যি বলছি কিনা।" অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, তিন বছর এলাকায় ছিলেন না কল্যাণ। মানুষ ভোট বাক্সে তার জবাব দিয়েছে। হার নিশ্চিত বুঝে মিথ্যে কুৎসা করছেন।" ইতিমধ্যে মানিকতলায় সুপ্তি পাণ্ডের জয় নিশ্চিত হওয়া্য় টুইট করে এলাকাবাসিকে অভিনন্দনও জানিয়েছেন কুণাল।
মানিকতলা বিধানসভা উপনির্বাচনে @AITCofficial প্রার্থী সুপ্তি পান্ডেকে রেকর্ড জয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে অভিনন্দন। দলের প্রচার ও কর্মপদ্ধতিতে সাড়া দিয়েছেন মানুষ। কর্মী, সমর্থকদের পরিশ্রম সার্থক। @MamataOfficial জিন্দাবাদ।@abhishekaitc জিন্দাবাদ।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 13, 2024
সাধনদাকে শ্রদ্ধাঞ্জলি
বেলা ১২টা পর্যন্ত কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী মানিকতলায় ২৯ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। তৃণমূল শিবিরের দাবি, ব্যবধান ৫০ হাজার টপকে যাবে। অর্থাৎ জয়ের ব্য়বধানের নিরিখে প্রয়াত মন্ত্রীকেও ছাপিয়ে যেতে পারেন তাঁর সহধর্মিনী সুপ্তি।
কল্যাণের আনা ভোট কারচুপির অভিযোগ সম্পর্কে সুপ্তি পাণ্ডের টিপ্পনি, "মন থেকে বলছি, ভদ্রলোককে (কল্যাণ) দেখে আমারও খারাপ লাগে! উনি বারে বারে ভোটে দাঁড়ান আর হেরে যান!"