শেষ আপডেট: 13th July 2024 17:44
দ্য ওয়াল ব্যুরো: চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের কৃতিত্ব মানুষকেই দিলেন মুখ্যমন্ত্রী। বললেন “ একদিকে এজেন্সি, অন্যদিকে বিজেপি। অনেক চক্রান্ত হয়েছিল। কিন্তু মানুষই সব রুখে দিচ্ছেন।” লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচনের এই জয় আগামী ২১ জুলাই ‘শহিদদের’ উৎসর্গ করা হবে বলে জানালেন তিনি।
শনিবার বিকেলেই মুম্বই থেকে শহরে ফিরলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে যে চারটি আসনে উপনির্বাচন হয়েছিল তার ফল ততক্ষণে বেরিয়ে গেছে। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই প্রতিক্রিয়া দেন তিনি। বলেন,"এই জয়ে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। মানুষ আমাদের সঙ্গে চলতে চান। তাই আমাদেরও আরও বেশি করে মানুষের পাশে থাকতে হবে।"
শুধু এ রাজ্য নয়, জাতীয় স্তরেও বিজেপির ফল এবার খারাপ হয়েছে। ১৩ আসনের মধ্যে মাত্র দু'টি আসন পেয়েছে বিজেপি। ইন্ডিয়া জোট পেয়েছে ১০টি আসন। ইন্ডিয়া জোটের এই অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন মুম্বই থেকে ফেরার পথে দমদম বিমানবন্দরে তিনি বলেন, "গোটা দেশেই বিজেপি বিরোধী ট্রেন্ড দেখা যাচ্ছে। মানুষ বিজেপিকে নিচ্ছে না।" পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্র ছাড়াও ছয় রাজ্যের ন'টি বিধানসভা আসনে গত বুধবার উপনির্বাচন হয়।
এ রাজ্যে ২০২১ এর বিধানসভা ভোটে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা তিনটি আসনেই হেরে যান তৃণমূলের প্রার্থীরা। ২০২৪ এর লোকসভা ভোটের ফলাফলেও এই আসনগুলিতে পিছিয়ে ছিল তৃণমূল। তাই উপনির্বাচনের ফল নিয়ে সংশয় ছিল ঘাসফুল শিবিরে। কিন্তু অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি তৃণমূলের অনুকূলে চলে আসে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, বাগদায় মধুপর্ণা ঠাকুর ও রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী জয়ী হন। একই সঙ্গে সুপ্তি পাণ্ডে জয়ী হওয়ায় মানিকতলা আসনও ধরে রাখতে সফল হয় তৃণমূল।