ফাইল ছবি।
শেষ আপডেট: 13th July 2024 11:35
দ্য ওয়াল ব্যুরো: ঘড়ির কাঁটায় বেলা সওয়া দশটা। তৃতীয় রাউন্ড শেষে রায়গঞ্জ তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ১৬ হাজারের বেশি কিছু ভোটে এগিয়ে যেতেই গণনাকেন্দ্রের অদূরে বিজয় মিছিল শুরু করে দিলেন কর্মী, সমর্থকেরা। উড়ল সবুজ আবিরও।
১১টা নাগাদ রায়গঞ্জে কৃষ্ণর ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ২৮৭ ভোটে। আবির খেলা শুরু হয়েছে কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রতেও। একই ছবি বাগদাতেও। ২০১১ সালের পর ফের এই কেন্দ্রে জয়ের দিকে এগোচ্ছে তৃণমূল। বেলা ১১টা পর্যন্ত বাগদায় তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ১৮ হাজার ৮৩৭ ভোটে এগিয়ে রয়েছেন।
শনিবার সারা দেশের ৬টি রাজ্যের ৯টি বিধানসভা কেন্দ্রের সঙ্গে এরাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রেও উপ নির্বাচনের ভোটগণনা চলছে। এগুলি হল কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট-দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা।
শুরু থেকে রানাঘাট দক্ষিণ বাদে বাকি তিনটি বিধানসভায় এগিয়ে ছিল শাসকদল তৃণমূল। বেলা গড়াতে রানাঘাটেও বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী।
শাসকদলের দাবি চারটি আসনেই তাঁরা জিতবেন এবং সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে জয়ের ব্যবধানও। ইতিমধ্যে মানিকতলায় সুপ্তি পাণ্ডের জয় নিশ্চিত বলে দাবি করে টুইটও করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের মতে, মানিকতলায় জয়ের ব্য়বধান ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
গতবার মানিকতলায় জয়ী হয়েছিল তৃণমূল। বাকি তিনটি বিধানসভা আসনে বিজেপি জিতেছিল। কলকাতার মানিকতলায় তৃণমূল বিধায়ক সাধন পান্ডের মৃত্যু হওয়ার কারণে নির্বাচন হচ্ছে। রায়গঞ্জে বিজেপির টিকিটে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। এবারে ওই একই কেন্দ্রে তৃণমূলের টিকিটে এগিয়ে রয়েছেন কৃষ্ণ। রানাঘাটেও তৃণমূল এগিয়ে প্রায় ২৬ হাজার ভোটে।