শেষ আপডেট: 13th July 2024 09:18
দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তেজনা বাগদায়।
গণনাকেন্দ্রের মধ্যে জয়বাংলা স্লোগান দিয়ে বিজেপি প্রার্থী ও এজেন্টদের উত্যক্ত করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এ ব্যাপারে কমিশনের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের।
বিনয়বাবুর অভিযোগ, "ভোটের দিন আমাকে বিভিন্ন জায়গায় জয়বাংলা স্লোগান দিয়ে উত্যক্ত করার চেষ্টা করেছিল তৃণমূলের লোকজন। আমার গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছিল। এদিন গণনাকেন্দ্রের মধ্যেও একই পরিস্থিতি তৈরি করা হয়েছে। ওরা চাইছে আমরা রেগে গিয়ে গণনাকেন্দ্র ছেড়ে চলে যায়। তাতে ওদের কারচুপি করতে সুবিধে হবে।"
অন্যদিকে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর বলেন, "কর্মীরা হয়তো উৎসাহিত হয়ে স্লোগান দিয়ে ফেলেছেন। তবে পরাজয় নিশ্চিত বুঝে সেটাকে ইস্যু করে উনি নজর ঘোরাতে চাইছেন।"
কমিশন সূত্রের খবর, প্রথম রাউন্ড গণনা শেষে বাগদায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। তবে ২০১৬, ২০২১ বিধানসভা নির্বাচনে বাগদা থেকে জয়ী হয়েছিল বিজেপি। সদ্য সমাপ্ত লোকসভা ভোটেও প্রায় ২০ হাজার ভোটে বাগদা থেকে এগিয়ে ছিলেন বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। বিজেপি, তৃণমূলের পাশাপাশি বাগদা বিধানসভায় ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস আলাদাভাবে প্রার্থী দেওয়ায় চর্তুমুখী লড়াই হচ্ছে। ফলে বাগদায় তৃণমূল-বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ী হয়, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলেই।