শেষ আপডেট: 6th December 2023 13:04
দ্য ওয়াল ব্যুরো: অতিমারী পরবর্তী সময়ে রাস্তায় যেমন কমেছে বাস, অটো সহ অন্যান্য গণপরিবহণ, তেমনই প্রয়োজনীয়তা বুঝে বেড়েছে গাড়ি কেনার 'হিড়িক'ও। আসলে গাড়ি যে শুধুমাত্র সময় বাঁচায় তাই নয়, বর্তমান সময়ে জেন এক্স থেকে জেন ওয়াই, কিংবা প্রবীণদের কাছেও নিতান্তই প্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে। তাই দীর্ঘদিন ইএমআই-এর বোঝা কাঁধের ওপর চেপে থাকলেও গাড়ি কেনার গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমূখী। সম্প্রতি প্রকাশিত তথ্যে জানা গেছে নভেম্বর মাসে ভারতে গাড়ি বিক্রি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।
নভেম্বর মাসে ভারতে ২৮ লাখের বেশি গাড়ি বিক্রি হয়েছে। যেখানে এই রেকর্ডের কাছাকাছি ছিল ২০২০ সালের মার্চ মাস, যে মাসে ২৫ লাখ গাড়ি বিক্রি হয়েছিল। বুধবার গাড়ির বাজারের ইতিবাচক খবরটি প্রকাশ করেছে ফেডারেশন অফ অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এফএডিএ)। ইতিমধ্যে গাড়ি কেনার প্রেক্ষিতে ভারত জাপানকেও ছাপিয়ে গিয়েছে। এক্ষেত্রে ভারতের আগে রয়েছে চিন ও আমেরিকা। সার্বিকভাবে ২০২৩ সাল জুড়েই ভারতের গাড়ির বাজার খুবই চাঙ্গা ছিল। যার মধ্যে নভেম্বর মাসে দু’চাকা এবং চারচাকা গাড়ি কেনার সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে।
গত মাসে দেশ জুড়ে দু চাকার ২২ লাখ গাড়ি বিক্রি হয়েছে। অন্যদিকে, ৩ লাখের বেশি বিক্রি হয়েছে চারচাকা গাড়ি। আর নভেম্বরে গাড়ির বাজার তেজি হওয়ার অন্যতম কারণ ধনতেরাস ও দীপাবলি। একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে নভেম্বর মাস থেকেই বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। যার জন্য গাড়ি কেনার প্রবণতা বেশি চোখে পড়েছে।
এপ্রসঙ্গেই এফএডিএ-র সভাপতি মনীশ রাজ সিংঘানিয়া জানিয়েছেন, দু’চাকা, তিনচাকা এবং চারচাকা গাড়ি বিক্রি নভেম্বরে ২১%, ২৩%, ১৭% বেড়েছে। যদিও ট্র্যাক্টর ও কমার্শিয়াল গাড়ির বিক্রি ২১ শতাংশ ও ২ শতাংশ কমেছে।
চারচাকা গাড়ির চাহিদার শীর্ষে রয়েছে এসইউভি। সভাপতির বক্তব্য অনুযায়ী, নবরাত্রির সময়ে ট্র্যাক্টরের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৮.৩% কমে গিয়েছিল। তবে তারপর ট্র্যাক্টর বিক্রি ঘুরে দাঁড়িয়েছে। আর ট্র্যাক্টর কেনার ক্ষেত্রে এভাবে ঘুরে দাঁড়ানোই গ্রামাঞ্চলের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার বিষয়টি প্রমাণ করে বলেই মত গাড়ি নির্মাতা সংস্থাদের।