শেষ আপডেট: 23rd July 2024 16:56
দ্য ওয়াল ব্যুরো: নির্মলা সীতারামনের বাজেটের গদগদ প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, এই বাজেট মধ্যবিত্ত শ্রেণিকে শক্তিশালী করবে। চাকরির ক্ষেত্রে নজিরবিহীন আশার দিশারী। মঙ্গলবার লোকসভায় নির্মলার বাজেট ভাষণের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী এর ব্যাখ্যা তুলে ধরেন। তাঁর মতে, কেন্দ্রীয় বাজেট ২০২৪ সমাজের সব স্তরের মানুষের পক্ষে সুবিধার কথাই তুলে ধরেছে। বিকশিত ভারতের ভিত গড়ে তুলেছে।
অন্যদিকে, লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই বাজেটের মূল লক্ষ্য বিজেপির শরিক দলগুলি এবং তাদের অন্তরঙ্গ বন্ধুদের সন্তুষ্ট রাখা। বাজেটকে তিনিও কুর্সি বাঁচাও বাজেট বলে ব্যাখ্যা করেন। সর্বোপরি, রাহুলের দাবি, আমরা দলের ইস্তাহারে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলাম সেসবেরই ছায়া রয়েছে বাজেটে।
রাহুল আরও বলেন, শরিক দলগুলির দাবির কাছে মাথা নিচু করে অন্য রাজ্যগুলিকে বঞ্চিত করা হয়েছে। সাধারণ মানুষের সুরাহার কোনও দিশা নেই। কংগ্রেসের ইস্তাহার এবং পূর্ববর্তী বাজেটের কপি-পেস্ট করেছেন অর্থমন্ত্রী সীতারামন।
প্রধানমন্ত্রীর কথায়, গাঁও, গরিব, কিষাণ থেকে সমাজের সর্বস্তরের মানুষ এই বাজেটের ফলে শক্তিশালী হবেন। শিক্ষা ও দক্ষতা উন্নয়নে এক নতুন মাপকাঠি এনে দেবে। দেশের যুব সমাজের কাছে নতুন নতুন রাস্তা খুলে দেওয়ার কথা রয়েছে এই বাজেটে। মোদীর আরও দাবি, এই বাজেট ছিল মহিলা নির্ভর। নারী কল্যাণ ও সমস্ত কর্মক্ষেত্রে মহিলাদের ভাগীদারিত্বের কথা রয়েছে বাজেটে।
আগামী কয়েক বছরের মধ্য ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পা রাখতে চলেছে, সেই কাজের অনুঘটকের ভূমিকা নেবে এই বাজেট। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল দেশকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির সোপানে দাঁড় করানো। তাঁর সরকার নয়া কর কাঠামোর জমানা চালু করে করের বোঝা লাঘব করার দিকে নজর রেখেছিল। পূর্ব ভারতের সর্বাত্মক উন্নয়নের কথা সরকার বলেছিল। সেই প্রতিশ্রুতিও পালন করা হয়েছে বাজেটে।
তিনি আরও বলেন, ১০০০ কোটি টাকা মহাকাশ ক্ষেত্রে উন্নয়নে, অ্যাঞ্জেল কর বিলোপ, নতুন নতুন স্যাটেলাইট শহর গঠন, নতুন করিডর ভারতকে উন্নত দেশের দিকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। দেশ জুড়ে নতুন নতুন অর্থনৈতিক হাব গড়ে ওঠার পক্ষেও আশাপ্রকাশ করেন মোদী।