শেষ আপডেট: 23rd July 2024 12:39
দ্য ওয়াল ব্যুরো: কর্মসংস্থানকে চাঙ্গা করতে বাজেটে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকার। যাঁরা প্রথমবার চাকরিতে ঢুকছেন, তাঁদের জন্য বিশেষ সুবিধার কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এবারের বাজেটে মধ্যবিত্ত এবং কর্মসংস্থানের ওপর বিশেষ জোর দেবে সরকার, মঙ্গলবার বাজেট পেশের শুরুতেই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। এই প্রেক্ষিতে প্রথমবার সংগঠিত ক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়া যুবদের জন্য বিরাট ঘোষণা করেন নির্মলা।
অর্থমন্ত্রী জানিয়েছেন, যাঁরা প্রথম চাকরিতে ঢুকছেন, তাঁদের প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি কিস্তিতে এই টাকা দেবে কেন্দ্রীয় সরকার। প্রথমবার ইপিএফও-তে নাম নথিভুক্ত হলেই, তিন বারের কিস্তিতে ১৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। বেতন ১ লক্ষ টাকা পর্যন্ত হলেই এই সুবিধা মিলবে। এতে দেশের ২ কোটি ১০ লক্ষ যুবক যুবতী উপকৃত হবে বলে দাবি নির্মলার।
#WATCH | #Budget2024 | Finance Minister Nirmala Sitharaman says, "...One month wage to all persons newly entering the workplace in all formal sectors. Direct Benefit Transfer of one month salary in 3 instalments to first-time employees as registered in the EPFO will be up to Rs… pic.twitter.com/VRooHpwxBj
— ANI (@ANI) July 23, 2024
এখানেই শেষ নয়, বাজটে নির্মলার আরও ঘোষণা, কোনও সংস্থা অতিরিক্ত কর্মসংস্থান তৈরি করলে সেই কোম্পানিকে ইপিএফে যে টাকা দিতে হয়, তার একাংশ ফিরিয়ে দেওয়া হবে। দু'বছরের জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে। এক্ষেত্রেও নতুন কর্মীদের ১ লক্ষের মধ্যে বেতন হতে হবে। অন্যদিকে, উৎপাদন ক্ষেত্রে নতুন কর্মী এবং নিয়োগকারী সংস্থার ভাগের ইপিএফও-র টাকা প্রথম চার বছরের জন্য সরকারই দেবে।
মঙ্গলবার টানা সাতবারের জন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দুই লক্ষ কেটি টাকা বরাদ্দ সহ পাঁচটি প্রকল্পের একটি প্যাকেজের কথা ঘোষণা করেছেন। চলতি বছরে শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতা বাড়ানোর জন্য ১.৪৮ লক্ষ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও এদিন বাজেটে ইন্টার্নশিপের সুযোগ থেকে শুরু করে সরাসরি টাকা পাঠানো, কর্মচারীদের সহায়তা প্রদান-সহ একাধিক ঘোষণা করা হয়।