শেষ আপডেট: 8th August 2024 18:25
দ্য ওয়াল ব্যুরো: ২০১০ সালের ১৫ ডিসেম্বর। ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে ছিল আন্দুলের প্রভু জগৎবন্ধু কলেজে। এসএফআই ও টিএমসিপির সংঘর্ষে গুরুতর জখম হন এসএফআইয়ের নেতা স্বপন কোলে। হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বাম শাসনকালে দলের ছাত্র নেতার মৃত্যুতে রাজনৈতিক তোলপাড় শুরু হয়। সেই সময়ে নিহত ছাত্র নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। স্বপন কোলের মা রেবা কোলেকে ছেলের মৃত্যুর ন্যায়বিচার পাইয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন। আজ, বৃহস্পতিবার বুদ্ধদেববাবুর প্রয়াণে শোকস্তব্ধ স্বপন কোলের পরিবার।
আন্দুলের আরগড়িতে থাকেন নিহত ছাত্র নেতার মা রেবা কোলে ও তাঁর দুই দাদা তাপস ও বাপন কোলে। ২০১১ সালে ২ জানুয়ারি ওই বাড়িতে গিয়েছিলেন বুদ্ধদেব। পরিবারকে আশ্বাস দেন, দোষীরা শাস্তি পাবে। স্বপনের বড় দাদা তপনকে বিধানসভায় চাকরি করে দিয়েছিলেন তিনি। এখন বুদ্ধবাবুর জন্যই নিহত ছাত্রনেতার পরিবারের সংসারের চাকা সচল রয়েছে।
নিহত ছাত্র নেতার মা রেবা কোলে বলেন, "স্যারের জন্য আমার পরিবারে আর্থিক স্বচ্ছলতা এসেছে। আমার বড় ছেলে বিধানসভায় চাকরি দিয়েছেন উনি। আজ উনি চলে গেলেন।"
তাপস কোলে বলেন, " খবরটা শুনেই ভীষন কষ্ট পেয়েছি। বুদ্ধবাবু না থাকলে ভেসে যেতাম। তার মৃত্যু মেনে নেওয়া যায় না।তার আত্মার শান্তি কামনা করি।"