শেষ আপডেট: 10th July 2024 09:49
দ্য ওয়াল ব্যুরো: প্রত্যাশা মতোই ব্রিটেনে নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সরকারের মন্ত্রী হলেন একজন বাঙালি। তিনি টিউলিপ সিদ্দিক। ৪১ বছর বয়সি লেবার পার্টির এই এমপি বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের নাতনি। শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে তিনি।
তাঁর জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে। ঢাকার স্কুল-কলেজ পর্ব শেষে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান। ধীরে ধীরে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। লেবার পার্টির চারবারের এমপি টিউলিপ দলের ছায়া মন্ত্রিসভায় একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। ব্রিটেনে বিরোধী দলগুলি ছায়া মন্ত্রিসভা গড়ে সরকারি কাজকর্ম সারা বছর পর্যালোচনা করে থাকে। ইংরিজি সাহিত্য ও জন-প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী টিউলিপ ব্রিটেনের পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।
টিউলিপকে ‘সিটি মিনিস্টার’ করা হয়েছে। এই মন্ত্রকে যুক্তরাজ্যের ব্যাঙ্ক-সহ আর্থিক পরিষেবা এবং ঋণ বিষয়ে দায়িত্ব সামলাবেন তিনি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নির্বাচনের আগেই টিউলিপ ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, লেবার পার্টি ক্ষমতায় এলে আর্থির পরিষেবা খাতে আরও জোর দেবে। ঋণ ব্যবস্থার সরলীকরণ করা হবে।
বাংলাদেশি বংশোদ্ভূত আর এক নারী এমপি রুকশানা আলিও এবার ব্রিটিশ সরকারে স্থান পেয়েছেন। তিনি আবাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। ২০১০ সাল থেকে লেবার পার্টির এমপি রুকশানা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ। তাঁর জন্ম সিলেটে। বেড়ে ওঠা ব্রিটেনে। ওই দেশে এবার চারজন বাংলাদেশি নারী নির্বাচনে জয়ী হয়েছেন। চারজনই লেবার পার্টির।