শেষ আপডেট: 28th June 2024 23:20
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা সামনে এসেছে। এই নিয়ে বার বার সতর্ক করে চলেছে প্রশাসন। এবার গণপিটুনির ঘটনা ঘটল খোদ কলকাতায়। শুক্রবার বউবাজারের হস্টেলে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটিতে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মুচিপাড়া থানা এলাকার নির্মলচন্দ্র সেন স্ট্রিটের উদয়ন হস্টেলের ঘটনা। এখানে মূলত তফসিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের ছাত্ররা থাকেন। কেউ কলেজ, কেউ বিশ্ববিদ্যালয়, কেউ আবার চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য এই হস্টেলে রয়েছেন। শুক্রবার সকালে ওই হস্টেলে এক আবাসিকের মোবাইল চুরি যায়। আর সেখান থেকেই সমস্যার সূত্রপাত।
অভিযোগ, হস্টেলের উল্টোদিকে মিষ্টির দোকানে ছিলেন এরশাদ আলম। মোবাইল চোর সন্দেহে বছর ৩৭-এর ওই ব্যক্তিকে তুলে নিয়ে যায় ছাত্ররা। হস্টেলের মধ্যে তাঁকে বেধড়ক মারধর করা হয়। ওই ব্যক্তিকে নগ্ন করে পেটানোরও অভিযোগ উঠেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হস্টেলের ভিতর থেকে যুবককে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রের খবর, মৃতের কোমরের নিচে গুরুতর আঘাত রয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, হস্টেলে কয়েকদিন ধরে মোবাইল চুরি হচ্ছিল। শুক্রবার হস্টেলের আশেপাশে ওই যুবককে ঘুরে বেড়াতে দেখে তাঁকে মোবাইল চোর বলে সন্দেহ হয় আবাসিকদের। সেই সন্দেহের বশেই তাঁকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় প্রথমে ১৪ জনকে আটক করে পুলিশ। পরে রাতে তাঁদের গ্রেফতার করা হয়।