শেষ আপডেট: 3rd April 2024 00:08
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে উত্তর কলকাতার রামকানাই অধিকারী লেনে হুড়মুড়িয়ে ভেহে পড়ে একটি পুরনো বাড়ি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়ম না মেনে এলাকায় প্রোমোটারি হচ্ছিল, তারই জেরে বাড়িটি ভেঙে পড়েছে।
ওই ঘটনায় কতর্ব্য়ে গাফিলতির অভিযোগে মঙ্গলবারই কলকাতা পুরসভার দু'জন ইঞ্জিনিয়ারকে শোকজ করল কর্তৃপক্ষ। ভেঙে পড়া বাড়ির পাশের বাড়িটির মালিককেও নোটিস দিয়েছে পুরসভা। পুরসভার তরফে আরও জানানো হয়েছে, ওই বাড়ি ভাঙার কাজ আপাতত স্থগিত রাখতে হবে। এবং ভবিষ্যতে কাজ শুরুর আগে প্রতিবেশীদের কাছ থেকেে অনুমতি নিতে হবে।
গার্ডেনরিচের ঘটনার পর কেটেছে মাত্র ১৫ দিন। এরই মধ্যে ফের শিরোনামে কলকাতায় বাড়ি ভেঙে পড়ার ঘটনাকে ঘিরে এদিন শোরগোল পড়ে যায়।
স্থানীয় সূত্রের খবর, মুচিপাড়ার রামকানাই অধিকারী লেনের একটি বাড়ি ভাঙার কাজ চলছিল। সেই কাজের মধ্যেই মঙ্গলবার সকালে পাশের একটি বাড়ির দেওয়াল ধসে পড়ে। অভিযোগ, নিয়ম না মেনে বাড়িটি ভাঙা হচ্ছিল, তাতেই দেওয়াল সমেত ঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
কীভাবে পুরসভার নজর এড়িয়ে নিয়ম না মেনে প্রোমোটিংয়ের কাজ চলছিল, সেই প্রশ্নও ওঠে। এরপরই ওই এলাকার সার্ভের দায়িত্বে থাকা দুই ইঞ্জিনিয়ারকে শোকজ করে পুরসভা।
গত ১৭ মার্চ রাতে দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ এলাকায় একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যু হয়। দিন কয়েক আগে দমদমের কাছে বিরাটিরও একটি বাড়ির কার্নিস ভেঙে একজনের মৃত্যু হয়েছে। ফের মঙ্গলের সকালে উত্তর কলকাতার বৌবাজারের দুর্ঘটনার পর শহরজুড়ে ক্রমেই যেন বাড়ছে আতঙ্কের পরিবেশ।