শেষ আপডেট: 2nd July 2024 19:22
দ্য ওয়াল ব্যুরো: ভারতের নামী প্রাক্তন ক্রিকেটার ও কোচ অংশুমান গায়কোয়াড লন্ডনে ব্লাড ক্যানসারে আক্রান্ত। তিনি এই মুহূর্তে লন্ডনে কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জাতীয় দলের প্রাক্তন ওপেনারের বয়স ৭১ বছর। এই ব্যয়বহুল চিকিৎসার জন্য অনেক অর্থ প্রয়োজন। সেই কারণেই বোর্ডকে আর্থিক সহায়তা করতে বলেছেন সন্দীপ পাতিল।
গায়কোয়াডের একদা সতীর্থ পাতিল বোর্ড কর্তাদের কাছে অনুরোধ করেছেন, অবিলম্বে অংশুমানের চিকিৎসার ভার বোর্ডকে নিতে হবে। ভারতীয় দল টি ২০ বিশ্বকাপ জয়ের পরে বোর্ড সচিব জয় শাহ বলেছেন, ভারতীয় দলকে মোট ১২৫ কোটি টাকা পুরস্কার অর্থমূল্য দেওয়া হবে।
পাতিলের বক্তব্য হল, ‘‘এত বিপুল পরিমাণ অর্থ দেওয়া হবে ক্রিকেটারদের। সেখানে ভারতের এক প্রাক্তন ক্রিকেটার ও কোচের চিকিৎসার জন্য খরচ বহন করা অনেক সহজ। অংশুমানের পাশে থাকতে হবে বোর্ডকে।’’
ভারতীয় দলের হয়ে ১৯৭৪ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত মোট ৪০টি টেস্ট এবং ১৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। ১৯৯৭-১৯৯৯ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের কোচও ছিলেন। ২০০০ সালে কেনিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল ফাইনালে ওঠে গায়কোয়াডের কোচিংয়ে।
ইতিমধ্যেই ভারতের আরও এক মহাপ্রাক্তন দিলীপ ভেঙসরকার কথা বলেছেন বোর্ডের কোষাধ্যক্ষ আশিস শেলারের সঙ্গে। তাঁকে চিকিৎসার জন্য অর্থ সাহায্যের কথা বলা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন ক্রিকেটারদের বেনোভোলেন্ট ফান্ড থেকে গায়কোয়াড়ের চিকিৎসায় সাহায্যের জন্য।