শেষ আপডেট: 14th November 2022 13:22
দ্য ওয়াল ব্যুরো: অখিল গিরি (Akhil Giri) দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President droupadi Murmu) রূপ নিয়ে যে কথা বলেছিলেন সোমবার সে ব্যাপারে প্রথমবার প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্পষ্ট করে বলেছেন, রাষ্ট্রপতিকে আমি সম্মান করি। অখিল অন্যায় করেছে। পার্টির পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। কিন্তু বিজেপি যেভাবে আদিবাসী সেন্টিমেন্ট উস্কে দিতে নেমেছে, সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলনে তা নিয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখোশ খুলে দিতে চাইলেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বীরবাহা হাঁসদাও তো আদিবাসী বাড়ির মেয়ে, ঝাড়গ্রামের মেয়ে, একটা সাংস্কৃতিক বাড়ির মেয়ে। তাঁর সম্পর্কে যদি কেউ বলেন, জুতোর নীচে রেখে দেওয়া হবে, সেটা কি খুব রুচিকর?’
সোমবার সকাল থেকেই শুভেন্দুর একটি ভিডিও ফুটেজ ভাইরাল করেছে তৃণমূল। একুশের ভোটের আগে ঝাড়গ্রামে যাওয়ার সময়ে শুভেন্দুকে আটকে দিয়েছিল তৃণমূল। শুভেন্দুর পথ আটকে বসেছিলেন বীরবাহা হাঁসদারা। সেদিন ঝাড়গ্রামে ঢুকতে পারেননি শুভেন্দু। ক্ষোভে ফেটে পড়ে সংবাদমাধ্যমের সামনেই শুভেন্দু সেদিন বলেছিলেন, ‘এই যেগুলা বসে আছে সেগুলা শিশু। এই দেবনাথ হাঁসদা, বীরবাহা এরা সব শিশু। আমার জুতার নীচে থাকে।’
বিজেপি যখন অখিলের মন্তব্য তুলে ধরে জাতীয় স্তরে প্রমাণ করতে নেমেছে তৃণমূল কতটা আদিবাসী বিরোধী তখন পাল্টা সেই ফুটেজ সামনে এনে তৃণমূল তো নেমেইছে, এদিন মমতাও যেন বোঝাতে চাইলেন শুভেন্দু ধোয়া তুলসীপাতা নন।
ওই মন্তব্যের বিষয়ে এদিন শুভেন্দুকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। কিন্তু বিরোধী দলনেতা বলেছেন, তিনি এসব কথা বলেননি।
মমতা এও বলেন, কাউকে দাঁড়কাক বা কাকতাড়ুয়া বলে দেবে এটাও কি খুব সভ্যতা? প্রসঙ্গত, অখিল গিরির উদ্দেশে শুভেন্দু দাঁড়কাক বলেছিলেন। বিরোধী দলনেতার বক্তব্য ছিল, অখিলকে দাঁড়কাকের মতো দেখতে। অখিল তারই জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতিকে টেনে এনেছিলেন।
চিকেনের দাম এত কেন? দেড়শর মধ্যে বাঁধার কথা বললেন মুখ্যমন্ত্রী
শুভেন্দুর রবিবারের টুইট নিয়েও এদিন তীব্র আক্রমণ শানান মমতা। গতকাল বিরোধী দলনেতা টুইট করে লিখেছিলেন, ‘কয়লা ভাইপো’র ছেলের জন্মদিনের পার্টি হচ্ছে তাজবেঙ্গল হোটেলে। তাই ওখানে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এ নিয়ে রবিবার রাতেই শুভেন্দুকে জবাব দিয়েছিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পেজে ছবি দিয়ে জানান, তিনি তাজবেঙ্গলে ডায়মন্ড হারবার এফসির কোচ, ফুটবলারদের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হয়েছিলেন। সেসব ছবির ফ্রেমে কোচ কিবু ভিকুনা, ফুটবলার অভিষেক দাসরাও ছিলেন।
সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, ‘একটা তিন বছরের বাচ্চার জন্মদিন নিয়েও মিথ্যে কথা বলছে। ঘরোয়া একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছে, বাইরের কেউ ছিল না। আর বলছে কিনা তাজবেঙ্গলে পার্টি হয়েছে। মিথ্যে বলতে বলতে জিভটা একদিন খসে পড়বে।’ মমতার কথায়, ‘আজকে ক্ষমতায় আছে বলে যা ইচ্ছে তাই করছে। কালকে তুমি ক্ষমতায় থাকবে না। দেখব কার কাছে গিয়ে আশ্রয় নাও!’