শেষ আপডেট: 23rd August 2021 13:06
দ্য ওয়াল ব্যুরো: বেআইনি ভাবে দেওয়া হচ্ছে কাস্ট সার্টিফিকেট! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে এই অভিযোগ তোলেন খোদ তাঁরই মন্ত্রীসভার সদস্য বীরবাহা হাঁসদা। বন দফতরের প্রতিমন্ত্রী দাবি করেন, অনেকেই যোগ্য না হয়েও, উপযুক্ত নথি না দেখিয়েও সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। বীরবাহার অভিযোগের সুর ধরেই এদিন বৈঠকে উপস্থিত বিজেপির বিধায়ক মনোজ টিগ্গাও বলেন, এমন অভিযোগ তাঁদের কাছেও আছে। উল্লেখ্য, সোমবার আদিবাসী উন্নয়ন অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই বৈঠকে বীরবাহা যখন প্রথম এ প্রসঙ্গে কথা তোলেন, তখনই বৈঠকে উপস্থিত ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান সচিব সঞ্জয় থারে জানান, এমন অভিযোগ পেলেই বাতিল করা হবে কাস্ট সার্টিফিকেট। একথা শুনেই মুখ্যমন্ত্রী ধমক দেন থারেকে। তাঁর কথায়, "বাতিল করে দেবেন মানে! এইভাবে বাতিল হয় নাকি, যে অভিযোগ পেলেন আর বাতিল করে দিলেন! অভিযোগ পেলে তার সত্যতা যাচাই করতে হবে। দরকার হলে এনকোয়ারি কমিশন তৈরি করতে হবে। তারা এনকোয়ারি করে বাতিল করতে বললে তারপর বাতিল হবে। অভিযোগ পেলেন আর বাতিল করে দিলেন তা হয় না।" সূত্রের খবর, কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত যে অভিযোগের কথা বীরবাহা বলেছেন, তার সপক্ষে বেশ কিছু ডকুমেন্টও তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন এদিনের বৈঠকে। যদিও বৈঠকের পরে বীরবাহা হাঁসদাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এ বিষয়ে মনোজ টিগ্গা দ্য ওয়ালকে বলেন, "এটা আমাদের বলার ছিল, কিন্তু আমাদের আর বলতে হয়নি। তৃণমূলের লোক তথা মন্ত্রীই তো বলা শুরু করলেন, তাই নতুন করে আমাদের আর বিস্তারিত বলতে হয়নি।"