শেষ আপডেট: 3rd September 2024 16:02
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ৩ খান আর কোটি কোটি টাকা, এই শব্দগুলো একসঙ্গেই লোকমুখে ঘুরে বেড়ায়। কিন্তু এটা জানেন কি, বলিউডের খানেরা হোক বা তাবড় তাবড় ডিরেক্টর, এই ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণের কাছে সবই কম। তিনি এই ইন্ডাস্ট্রিতে একমাত্র, যাঁর মোট সম্পত্তি ১৩ হাজার কোটিরও বেশি।
বলা হচ্ছে রনি স্ক্রুওয়ালার কথা। তিনি কেরিয়ার শুরু করেছিলেন টুথ ব্রাশ তৈরি দিয়ে। টুথ ব্রাশ তৈরির কোম্পানি খোলেন প্রথমে। পরে পা রাখেন বলিউডে। তিন খানের মোট সম্পত্তি যোগ করলেও তাঁর সম্পত্তির কাছে সেই অঙ্কটা কম পড়ে যায়।
কীভাবে হল এত প্রতিপত্তি?
আরএসভিপি মুভিজ়ের ব্যানারে সিনেমা প্রযোজনার কাজ করতেন রনি স্ক্রুওয়ালা। কিছুদিন পর খোলেন ইউটিভি ফিল্মস। শ্যাম বাহাদুর, উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক, কেদারনাথ, চেন্নাই এক্সপ্রেস, যোধা আকবরের মতো একাধিক হিট ছবি রয়েছে ইউটিভি-র তালিকায়।
এই প্রযোজনা সংস্থা মাত্র ৩৭ হাজার ৫০০ টাকায় শুরু করেছিলেন তিনি, পরে ২০১২ সালে তা ওয়াল্ট ডিসনিকে প্রায় ৩ হাজার ৭৫০ কোটি টাকায় বিক্রি করেন।
বলিউডের বিভিন্ন প্রজেক্টে কাজ করা ছাড়াও অন্যান্য জায়গায় বিনিয়োগ রয়েছে এই প্রযোজকের। ২০১৫ সালে ফাল্গুন কোমপল্লির সঙ্গে আপগ্রেড নামের একটি এড-টেক কোম্পানি খোলেন তিনি। ২০২২ সালে এই কোম্পানি ৩০০ কোটি টাকা বিনিয়োগ করে হরপ্পা এডুকেশন নামক এক সংস্থায়, যার বর্তমান মূল্য প্রায় ১৮ হাজার ৬৫০ কোটি টাকা।
এখানেই শেষ নয়, Usports, Unliazer-এর মতো কোম্পানিতেও বিনিয়োগ রয়েছে তাঁর। সবমিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৩ হাজার ০১২ কোটি টাকা।