শেষ আপডেট: 4th July 2024 12:20
দ্য ওয়াল ব্যুরো: হার্দিক পান্ডিয়া ও তাঁর মডেল-অভিনেত্রী স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচের সম্পর্ক বর্তমানে ফেটে চৌচির পিচের মতো হয়ে আছে। বল গড়াচ্ছে না, বাউন্স নেই, ঘুরছেও না। তাই কি যোগিনী হয়ে পড়লেন সার্বিয়ার এই সুন্দরী। হঠাৎই একদা হার্দিকের প্রেম-পূজারিণী নাতাসা ঈশ্বরভক্তিতে মজে গেলেন কীভাবে? সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে ঝরে পড়ল প্রবল ঈশ্বর ভক্তি, ঈশ্বরে অবিচল নিষ্ঠার কথা। যাতে মিশে রয়েছে, যে কারণেই হোক হৃদয়ের গোপনে লুকিয়ে রাখা হতাশাও।
টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের অন্যতম নায়ক ছিলেন হার্দিক। কিন্তু, সেই জয়ের পর দূরদ্বীপবাসিনী নাতাসা তাঁকে অভিনন্দন জানিয়ে কোনও পোস্ট করেননি। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝোড়ো ব্যাটিং চালাচ্ছেন নেট-ব্যাটাররা। কিন্তু, শেষমেশ বুধবার আর চুপ করে না থেকে নাতাসা ইনস্টাগ্রাম পোস্ট করে জানিয়ে দিলেন, কীভাবে এখন তাঁর দিন কাটছে। এই সময়ে একমাত্র বন্ধু বা পথপ্রদর্শক হিসেবে কে রয়েছেন তাঁর সঙ্গে ছায়ার মতো!
নাতাসা একটি ভিডিও পোস্ট করে বলেন, বর্তমান জীবনে কী পরিস্থিতির মধ্যে দিন কাটছে তাঁর। তাতেও মনে দুঃখ না পেয়ে, হতাশ না হয়ে ঈশ্বরের উপর অপার বিশ্বাস রেখে চলেছেন নাতাসা। হার্দিকের সঙ্গে নাতাসার বিচ্ছিন্ন হওয়ার গুঞ্জন নিয়ে দেশ যখন তোলপাড়, তখন তাঁর এই ভিডিও তাতে আরও মশলা ঢালতে শুরু করেছে।
একটি গাড়িতে বসে ভিডিওটি করেন নাতাসা। সেখানে তিনি বলেন, কিছু লেখা পড়ে আজ আমি অত্যন্ত উচ্ছ্বসিত বোধ করছি। তোমাদের কাছ থেকে আজ এরকমই কিছু আশা করেছিলাম। এটারও প্রয়োজন ছিল। আর সে কারণেই আমি গাড়িতে আমার সঙ্গে বাইবেল নিয়ে এসেছি। কারণ আমি এখান থেকে তোমাদের সকলকে পড়ে শোনাতে চাই।
বাইবেলের বাণী উদ্ধৃত করে নাতাসা বলেন, ঈশ্বর সকল সময় তোমার আগে আগে চলেন। তোমার সঙ্গে, তোমার পাশে থাকেন। প্রভু কখনও তোমাকে পরিত্যাগ করেন না বা ছেড়ে চলে যাবেন না। ভয় পেও না, হতাশ হয়ো না। একথা ব্যাখ্যা করে নাতাসা আরও বলেন, আমরা যখন কোনও খারাপ সময়ের মধ্য দিয়ে যাই, আমরা হতাশ হয়ে পড়ি।
নাতাসার কথায়, খারাপ দিনে আমরা উৎসাহ হারিয়ে ফেলি। কষ্ট পাই, দুঃখ পাই। এমনকী নিজেকে কখনও হারিয়ে ফেলি। কিন্তু, প্রভু তোমার সঙ্গে থাকেন। জীবনের এই দুঃখ-কষ্টে তিনি আশ্চর্য হন না। কারণ আজ তোমার জীবনে যা কিছু ঘটছে, তার সবকিছু তাঁর ইচ্ছায় ঘটছে, বলেন নাতাসা।
অনেকেই জানেন, ২০২০ সালে দুবাইয়ে নাতাসাকে প্রেমের প্রস্তাব দেন হার্দিক। লকডাউনের মধ্যেই তাঁদের বিয়ে হয়। ওই বছরেই তাঁদের সন্তান অগস্ত্যের জন্ম হয়। গতবছর উদয়পুরে এক অনুষ্ঠানে তাঁরা ফের খ্রিস্টীয় ও হিন্দু রীতি মেনে বিয়ে করেন।