শেষ আপডেট: 13th January 2023 13:27
দ্য ওয়াল ব্যুরো: একদিন পরেই গঙ্গাসাগরে (Gangasagar) মকর সংক্রান্তির পূণ্য স্নান। কয়েক লাখ ভক্ত ইতিমধ্যেই পৌছে গেছেন সাগরদীপের মেলা (Mela) প্রাঙ্গণে। তীর্থযাত্রীদের সহযোগীতায় এবারও ভারত সেবাশ্রম সঙ্ঘের (Bharat Sevashram Sangha) উদ্যোগে গঙ্গাসাগরের পাঁচটি পয়েন্টে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। সে গুলিতে থাকছেন দেড় হাজার স্বেচ্ছাসেবক।
আজ শুক্রবার গঙ্গাসাগরে সেবাকাজের সূচনা করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। পাশাপাশি তিনি
গঙ্গাসাগরের পথে কচুবেড়িয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের আবক্ষ মুর্তির পুনপ্রতিষ্ঠা করেন আজ।
সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা সহ বহু বিশিষ্ট মানুষ।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ বলেন, হাজার বছরের পরাধীন ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিতে মানুষের মধ্যে মহা জাগরণ এনেছিলেন স্বামী প্রণবানন্দ। আজকের সময়ে দাঁড়িয়েও মানুষকে স্বামী প্রণবানন্দের আদর্শে এগিয়ে চলতে হবে সেবার মানসিকতা নিয়ে।
মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, গঙ্গা সাগর মেলা বা অন্য যে কোনও কাজে সেবার মানসিকতা নিয়ে সবার আগে ঝাঁপিয়ে পড়ে ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের প্রতিষ্ঠাতার এই মূর্তি উন্মোচন হল যাতে স্বামী প্রণবানন্দের আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়।
শিয়ালদহগামী রাজধানী এক্সপ্রেসে বড় দুর্ঘটনা, ১০০ কিমি বেগে ট্রেন ধাক্কা মারল ক্রেনে