কার্তিক মহারাজ।
শেষ আপডেট: 9th June 2024 08:11
দ্য ওয়াল ব্যুরো: ভারত সেবাশ্রম সঙ্ঘের মুর্শিদাবাদের বেলডাঙার সন্ন্যাসী কার্তিক মহারাজের (স্বামী প্রদীপ্তানন্দ) নিরাপত্তার দায়িত্বে এখন থেকে থাকবেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর চার জওয়ান।
ভোট মিটতেই তাঁর জন্য ব্যবস্থা করা হল বিশেষ নিরাপত্তার। ঘটনার সত্যতা স্বীকার করে কার্তিক মহারাজ বলেন, ‘‘সন্ন্যাসী হিসাবে আমার নিরাপত্তাহীনতা কিংবা বাড়তি নিরাপত্তার কোনও লালসা নেই। কিন্তু আমার আশ্রমে দু’হাজারেরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। তাঁদের কথা ভেবে নিরাপত্তার আবেদন করেছিলাম। সেটা মঞ্জুর হয়েছে।"
লোকসভা ভোটের মধ্যে গত ১৮ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগের সভা থেকে সরাসরি কার্তিক মহারাজের নামোল্লেখ করে বলেছিলেন, “আমি ভারত সেবাশ্রম সংঘকে অনেক সম্মান করতাম, কিন্তু যে লোকটা তৃণমূলের এজেন্টকে বসতে দেন না তাঁকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ, সে ‘ডাইরেক্ট পলিটিক্স’ করে দেশটার সর্বনাশ করছে।"
মমতা এও বলেন, "সব সজ্জন সমান হয় না। সব সাধুও নয়। আমাদের মধ্যেই কি সবাই সমান আছেন? আমি আইডেনটিফাই করেছি বলেই বলছি।" পাল্টা হিসেবে নির্বাচনী প্রচারে এসে কার্তিক মহারাজের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পর নিরাপত্তা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলন কার্তিক মহারাজ। আশঙ্কা প্রকাশ করেছিলেন, ভারত সেবাশ্রম সঙ্ঘের আশ্রমে হামলা হতে পারে! আশ্রম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলে একটি হুমকি-চিঠিও তাঁর কাছে এসেছে বলে আদালতে জানিয়েছিলেন কার্তিক মহারাজ। ভোট মিটতেই এবার তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা হল। এখন থেকে মহারাজের নিরাপত্তায় থাকবেন চার জন জওয়ান।