শেষ আপডেট: 3rd May 2022 10:17
দ্য ওয়াল ব্যুরো: চান্দ্র বৈশাখ মাসের শুক্লাতৃতীয়া বা শুক্লপক্ষের তৃতীয়া তিথি হল অক্ষয় তৃতীয়া। এই শুভদিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম।
এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে, এই পবিত্র তিথিতে কোনও শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। সেই ধারা অনুযায়ী এদিনই নানা দানকার্যের সূচনা করে ভারত সেবাশ্রম সঙ্ঘ (Bharat Sevashram Sangha)। এবারও করল।
আরও পড়ুন: দীর্ঘ গরমের ছুটির বিরোধিতা, উপাচার্যকে চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের
সঙ্ঘের প্রধান কার্যালয় বালিগঞ্জে সকাল থেকে বিশেষ পুজো ও আরতির আয়োজন করা হয়। অন্যদিকে বিরাটি শাখার প্রণব ছাত্রাবাসের উদ্যোগে এদিন বিরাটি এলাকায় কয়েক হাজার মানুষকে জল দান করা হয়। এর পাশাপাশি মিষ্টি ও পোলাও বিতরণ করা হয় (Bharat Sevashram Sangha)।
সঙ্ঘের অন্যান্য শাখায় একই ভাবে দান কার্যের সূচনা করেন সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা (Bharat Sevashram Sangha)।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ সকলকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানান। দরিদ্র মানুষের সেবায় সকলকে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।