শেষ আপডেট: 20th June 2024 16:05
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মঙ্গলবার সন্ধের পর থেকে খোঁজ মিলছিল না ভদ্রেশ্বরের বাসিন্দা ১ বছর ৯ মাসের শিশুটির। ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়েরের পর বুধবার দিনভর ২১ নম্বর ওয়ার্ডের সাহেব বাগান এলাকায় তল্লাশি চালায় পুলিশ। বাড়ির কাছেই খাল। সেই খাল ও আশেপাশের ঝোপঝাড়েও তল্লাশি হয়। আনা হয় ড্রোন ক্যামেরাও। একটি পাতকুয়োর জল তুলে ফেলেও তল্লাশি চালানো হয়। কিন্ত মঙ্গলবার সন্ধেবেলা পর্যন্ত তার খোঁজ মেলেনি।
বৃহস্পতিবার সকালে বাড়ির কাছেই খুঁড়িগাছি খালে মিলল শিশুটির দেহ। এই খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমেছে সাহেব বাগানে। বৈদ্যবাটিতে ভাড়া থাকেন শিশুটির পরিবার। বাবা ভিকি রাম জানান, ভদ্রেশ্বরের সাহেববাগানে তাঁর শ্বশুর বাড়ি। বিউটিশিয়ানের প্রশিক্ষণ নিতে মঙ্গলবার সন্ধেয় বাপের বাড়ি গেছিলেন তাঁর স্ত্রী । মা ব্যস্ত থাকলে মামারবাড়ি সামনেই তাঁদের মেয়ে খেলা করে। মঙ্গলবারও খেলা করছিল। কিন্তু সন্ধের পর থেকে আর তার খোঁজ মেলেনি। মেয়েকে না পেয়ে ভদ্রেশ্বর থানায় অভিযোগ জানান তাঁরা।
বুধবার দিনভর তল্লাশিতে খোঁজ না মিললেও, বৃহস্পতিবার বেলার দিকে শিশুটির দেহ খুঁড়িগাছি খালে ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিশ যেখানে তল্লাশি চালিয়েছিল সেখান থেকে কিছুটা দূরে শিশুর দেহ ভাসতে দেখে ভদ্রেশ্বর থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। কীভাবে শিশুটির মৃত্যু হল, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। খবর ছড়াতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। রহস্যের কিনারা করতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ।