শেষ আপডেট: 2nd July 2023 12:20
দ্য ওয়াল ব্যুরো: এমন ভাবনা তিনিই ভাবতে পারেন। এই মুহূর্তে সাফ চ্যাম্পিয়নশিপ চলছে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। ভারতীয় দল শেষ ম্যাচে লেবাননকে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে। এবার খেতাব-যুদ্ধে নামবে দল।
তার আগে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী দলবদলের বাজারে বড় চমক দিলেন। তিনি খেলার আগে একটি নীল রংয়ের ব্যানারে নিজেই লিখেছেন, আমি অ্যাম গোয়িং নাউ হিয়ার! আমি কোথাও যাচ্ছি না। তার মানে তিনি বেঙ্গালুরু এফসি-তে ছিলেন। সামনের মরশুমেও ওই ক্লাবেই খেলবেন, সেটি ভরা সমর্থকদের সামনে ঘোষণা করে দিলেন অভিনব উপায়ে।
নিজেই সেমিফাইনাল ম্যাচের আগে ওই ব্যানারটি লিখেছেন সুনীল। তারপর গাড়ি চালিয়ে গিয়ে স্টেডিয়ামের একটা অংশে ওই ব্যানার টাঙিয়ে দিয়ে এসেছেন সকলের অলক্ষ্যে। সেই নিয়ে একটি ভিডিও বানানো হয়েছে, সেটি প্রকাশ করেছেন বেঙ্গালুরু এফসি দল।
ভারতীয় ফুটবলের রোলমডেল সুনীল নিজেই ব্যক্তিগতভাবে এই ব্যানারটি লিখেছেন ও স্টেডিয়ামে গিয়ে বেঁধেছেন। বেঙ্গালুরু এফসির সেই ব্যানারে সুনীল লিখেছেন, ‘আমি কোথাও যাচ্ছি না - সুনীল ছেত্রী।’
সুনীলের সেই লেখা দেখে মাঠের ২০ হাজার সমর্থক তাঁর নামে জয়ধ্বনি দিয়েছেন। আরও একবার আবেগে ভেসেছেন বেঙ্গালুরুর ঘরের ছেলে।
সুনীল বেঙ্গালুরু এফসির দলের হয়ে প্রায় ২১২টি ম্যাচ খেলেছেন। ১০টি মরশুমে ৯১টি গোল করেছেন। ২০১৩ সালে ক্লাব তৈরি হওয়ার পর থেকেই রয়েছেন সুনীল।
৩৮ বছর বয়সি এই ক্লাবের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে বেঙ্গালুরু প্রথম আই লিগ জিতেছিল সুনীলের হাত ধরেই। তারপর এই দক্ষিণী ক্লাবের হয়ে জিতেছেন আইএসএল, ফেডারেশন কাপ, সুপার কাপও।