শেষ আপডেট: 17th July 2023 15:45
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরু এফসি ছেড়ে দিলেন রয় কৃষ্ণ (Roy Krishna)। মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকার যোগ দিলেন ওড়িশা এফসি-তে (Odisha FC)। গত মরশুমে খুব একটা ভাল ছন্দে ছিলেন না রয়। শিবিরে জল্পনা চলছিল, ফিজি তারকাকে হয়তো রিলিজ করে দেবেন কর্তারা। সেটাই হল শেষমেশ।
শোনা গিয়েছে, দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে মতান্তরের কারণেই বেঙ্গালুরু দল ছেড়ে দিলেন কৃষ্ণ। এমনকী কোচের গেমপ্ল্যানের মধ্যেও এবার ছিলেন না নামী তারকা।
মোহনবাগানে তাঁকে দেখা গিয়েছে ভয়ঙ্কর মেজাজে। কিন্তু বেঙ্গালুরু এফসি-তে এসে রয়ের পারফরম্যান্সে অবনতি হতে দেখা যায়। ২২টি ম্যাচ খেলে মাত্র ছয়টি গোল করেন তিনি।
২০১৯ সালে ভারতে আসেন রয়। মোহনবাগানে তাঁর স্বপ্নের ফর্ম গিয়েছে। সেইসময় তিনি ছিলেন প্রকৃত অর্থের গোলমেশিন। পাঁচ মরশুমে ১২২টি ম্যাচে ৫১টি গোল করেছিলেন।
ওড়িশা এফসি-তে তাঁকে নিচ্ছেন কোচ সার্জিও লোবেরো। তাঁর সঙ্গে রয়ের ভাল সম্পর্ক। সার্জিওর ইস্টবেঙ্গলে আসার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি লাল হলুদ কর্তাদের গোল দিয়ে ওড়িশা এফসি-তে চলে যান।
মনে করা হয়েছিল ফের এ লিগের ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে ফিরে যাবেন কৃষ্ণ। কিন্তু তিনি ভারতে থেকে ফের চ্যালেঞ্জ নেবেন। ভারতে আসার আগে ওই ক্লাবে খেলেন এই বিদেশি তারকা। ভারতেই নতুন চ্যালেঞ্জেই ভরসা রাখবেন তিনি।
‘আলকারাজের সৃষ্টি টেনিসের তিন কিংবদন্তির মিশেলে’, বললেন ব্যথিত জকোভিচ