শেষ আপডেট: 27th September 2023 10:12
দ্য ওয়াল ব্যুরো: প্রথম ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে দুরন্ত জয়ের পর বুধবার ঘরের মাঠেই আইএসএলের (ISL 2023) দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। তাঁদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি (Bengaluru FC), যারা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচেই হেরে গিয়েছে। আজ যুবভারতীতে নিজেদের দ্বিতীয় ম্যাচে দু’টো দলই জেতার তাগিদ নিয়ে মাঠে নামবে।
উল্লেখ্য, প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে পাবে না বেঙ্গালুরু। কারণ, তিনি এইমুহূর্তে দেশের হয়ে এশিয়ান গেমস খেলতে গিয়েছেন। তবে সুনীল না থাকলেও বেঙ্গালুরুকে যথেষ্ট সমীহ করছেন মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো। তাঁর বক্তব্য, “প্রথম ম্যাচে একটা ছোট ভুলের জন্য বেঙ্গালুরু হেরে গিয়েছিল। তাই দ্বিতীয় ম্যাচে ৩ পয়েন্ট পাওয়ার জন্য ওঁরা মরিয়া থাকবে। আর ওঁদের বাকি ফুটবলাররা ভীষণই প্রতিভাবান। তাই বেঙ্গালুরুকে খারাপ দল বলা যাবে না। আমরাও সতর্কভাবে খেলব। আইএসএল ট্রফিকে পাখির চোখ করেই এগোচ্ছি।”
ফেরান্দোর ওই কথার মধ্যেই যেন আত্মবিশ্বাস খুঁজছেন বেঙ্গালুরুর কোচ সিমন গ্রেন। ম্যাচের আগেরদিন সন্ধেয় সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, “মোহনবাগান সুপার জায়ান্ট এবারের আইএসএলে সবথেকে শক্তিশালী দল। তার উপর ঘরের মাঠে খেলবে তাঁরা। তবে আমরাও সতর্ক থাকব। প্রথম ম্যাচে নিজেদের ভুলে হারতে হয়েছে। মোহনবাগানের বিরুদ্ধে সেরকম ভুলের কোনও জায়গা নেই। আমার ছেলেরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেন, তাহলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ব।” আজ, বুধবার রাত ৮টায় যুবভারতী স্টেডিয়ামে খেলতে নামবে দুই দল। যা সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮, কালার্স বাংলা ও ডিডি বাংলা চ্যানেলে।
জোড়া হ্যাটট্রিক-সহ খিদিরপুরকে ১০ গোলের মালা পরাল ইস্টবেঙ্গল! অল্পের জন্য রেকর্ড হাতছাড়া