শেষ আপডেট: 3rd October 2023 20:55
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের প্রথম ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ড্র। পরের ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে দুরন্ত জয়। ওই ম্যাচে দলের অধিনায়ক ক্লেইটন সিলভার অনবদ্য ফ্রিকিক লাল হলুদ দলকে জয় এনে দিয়েছিল।
তৃতীয় ম্যাচে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের সামনে বেঙ্গালুরু এফসি। যে দলকে তিনি আগে কোচিং করিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন। সেই দলের বিরুদ্ধে নামার আগে লাল হলুদ কোচ একটু হলেও টেনশনে।
ইস্টবেঙ্গলের প্রথম অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচে খেলতে পারেন দলের অধিনায়ক সুনীল ছেত্রী, অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু। বেঙ্গালুরু দল নিয়ে লাল হলুদ কোচ বেশ সতর্ক। তিনি জানিয়েছেন, ওরা বরাবরই ভাল দল। বহুদিন ধরে একটা দল ধরে রেখেছে। দলের মধ্যে সমঝোতা বেশ ভাল। নিজেদের মাঠে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমাদের লক্ষ্য জয়, কোনওমতেই হারা চলবে না।
এই বেঙ্গালুরু দলকে নিয়ে সাফল্য পেয়েছিলেন। সেই নিয়ে অবশ্য বেশি ভাবিত নন কোচ। শুধু বলছেন, বেঙ্গালুরু গত মরশুমে তিনটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল। ডুরান্ড কাপ, সুপার কাপ ও আইএসএল, তাই হালকাভাবে নেওয়া যাবে না। নিদেনপক্ষে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।
বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামের দর্শকও ইস্টবেঙ্গলের বড় প্রতিপক্ষ হতে পারে। একটা সময় এই মাঠের দর্শকদের হৃদয় ছিলেন কুয়াদ্রাত। এবার বসবেন বিপরীত রিজার্ভ বেঞ্চে। খেলার আগেরদিন নন্দকুমার, নাওরেম মহেশদের কোচ বলছেন, এই মাঠের দর্শকরা দারুণ সমঝদার। ভাল খেলার কদর করে। ইস্টবেঙ্গলেরও সমর্থকরা মাঠে থাকবেন, তাঁদের জন্যই ম্যাচটি জিততে চাই।
দলের অধিনায়ক ব্রাজিলীয় ক্লেইটন সিলভার দিকে ফের চেয়ে রয়েছে দল। গত ম্যাচে শেষ মুহূর্তের গোলে ইস্টবেঙ্গল জিতেছিল। কোচ চাইছেন, দলের যে কোনও তারকা জ্বলে উঠে ম্যাচের নায়ক হোন।