শেষ আপডেট: 4th October 2023 22:08
দ্য ওয়াল ব্যুরো: এই ম্যাচটিতে প্রমাণ করার ছিল ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত ও অধিনায়ক ক্লেইটন সিলভার। আইএসএলে কার্লোস যখন বেঙ্গালুরু এফসি-র কোচ ছিলেন, সেইসময় ক্লেইটনের অভিষেক হয়েছিল। সেই মরশুমে ব্রাজিলীয় স্ট্রাইকারের গোল সংখ্যা ছিল ১৬টি। দল বদল হলেও জবাব দিতে ব্যর্থ দুই বিদেশিই।
বুধবার এবারের আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গল হার মানল বেঙ্গালুরুর কাছে ১-২ গোলে। গার্ডেনসিটিতে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচটি ছিল মর্যাদার। কারণ পুরনো দলের বিরুদ্ধে অনেককিছু দেখানোর ছিল কোচের। কিন্তু তাঁরা হাসি মুখে মাঠ ছাড়তে পারলেন না।
ম্যাচে অবশ্য নাওরেম মহেশের গোলে প্রথম এগিয়ে যায় ইস্টবেঙ্গল। খেলার বয়স সেইসময় ১৫ মিনিট। তার ঠিক সাত মিনিট বাদেই বেঙ্গালুরুর পক্ষে সুনীল ছেত্রী পেনাল্টি থেকে গোলে সমতা ফেরান। বেঙ্গালুরুর হয়ে জাভি হার্নান্দেজ ৭২ মিনিটে দুরন্ত গোল করে এগিয়ে দেন ঘরের দলকে।
ম্যাচের আধঘণ্টার সময় পারদো বক্সের বাইরে থেকে ফ্রিকিক নেন, যা গুরপ্রীত সেভ করেন। ফেরত আসা বলে নন্দা গোল করে দিলেও রেফারি সেটি অফসাইড দেন।
ম্যাচে বহুক্ষেত্রে দেখা গিয়েছে, সুনীল আক্রমণে লাল হলুদ রক্ষণকে ব্যস্ত রেখেছেন। বেঙ্গালুরু দল মাঝমাঠে ভিড় বাড়িয়ে খেলেছেন।
আইএসএলে বেঙ্গালুরু এবং ইস্টবেঙ্গল এফসি-র মধ্যে যত বারই দেখা হয়েছে, জমে উঠেছে ফুটবলের লড়াই। ছ’বারের মুখোমুখিতে বেঙ্গালুরু জিতেছে দু’বার। ইস্টবেঙ্গল তিন বার। বাকি একবার ড্র হয়েছে। এবার লাল হলুদ দলকে ধরে ফেললেন সুনীলরা।
এদিনও ভাল খেলেছে দু‘দলই। আক্রমণ ও প্রতি আক্রমণে খেলা হয়েছে। ইস্টবেঙ্গল গোলের অনেক সহজ সুযোগ মিস করেছে। শেষদিকে নাওরেম গোল পেলে ম্যাচ ড্র হয়ে যেতে পারত। মোট আট মিনিট অতিরিক্ত সময় পেয়েও গোল করতে পারেনি লাল হলুদ দল।