শেষ আপডেট: 7th April 2024 21:43
দ্য ওয়াল ব্যুরো: বেঁচে থাকল টপ-সিক্সের স্বপ্ন। যুবভারতীতে বেঙ্গালুরুকে হারিয়ে অক্সিজেন পেল ইস্টবেঙ্গল। আর সেই অক্সিজেন দিল দলের অধিনায়ক সেই ক্লেইটন সিলভা। তাঁর গোলেই রুদ্ধশ্বাস ম্যাচ ২-১ গোলে জিতে নেয় লাল-হলুদ।
পথ যে খুব সহজ তা একেবারেই নয়। শেষ ম্যাচ জিতলেও অন্য দলের ফল কী হচ্ছে তার দিকে তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গলকে। কিন্তু রবিবাসরীয় জয়টা তাঁদের কাছে বাড়তি আনন্দ। কারণ এই বেঙ্গালুরুর কাছে লীগের প্রথম পর্বের ম্যাচে হারতে হয়েছিল লাল-হলুদকে। সেই ম্যাচে রেফারিং নিয়ে বিস্তর অভিযোগ করেছিলেন কোচ কুয়াদ্রাত। আর সব কিছুর বদলা নেওয়া হল। ইস্টবেঙ্গলের কাছে হেরে বেঙ্গালুরুর প্লে-অফ যাওয়ার রাস্তা শেষ হল।
ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক খেলছিল ইস্টবেঙ্গল। কিছু কিছু সময়ে অবশ্য পাল্টা লাল-হলুদ ডিফেন্সের চাপ বাড়ানোর চেষ্টা করছিল বেঙ্গালুরু। তবে ১৯ মিনিটে মহেশকে বক্সে ফাউল করায় নিশ্চিত পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সেখান থেকে গোল করতে ভুল করেননি সাউল ক্রেসপো।
বেঙ্গালুরুর পক্ষে ম্যাচের রঙ বদলে যায় সুনীল ছেত্রী নামার পর। মুহুর্মুহু আক্রমণ বাড়তে থাকে সেকেন্ড হাফে। তা থেকেই একটি পেনাল্টি পেয়ে যায় তাঁরা। খাবরার হাতে বল লাগে বক্সের মধ্যে। তা থেকে গোল করেন সুনীল। ঠিক দিকে শরীর ছুড়ে দিয়েও লাভ হয়নি লাল-হলুদ গোলকিপার গিলের।
১-১ চলাকালীন অনেকেই ভেবেছিলেন ইস্টবেঙ্গল এই ম্যাচেও ৩ পয়েন্ট খোয়ালো। এগিয়ে থেকে ম্যাচ ড্র বা হারার নজির তাঁদের আছে। কিন্তু সেটা এবার হতে দিলেন না দলের অধিনায়ক ক্লেইটন সিলভা। নিশু কুমারের মাপা বলে মাথা ছুঁইয়ে ২-১ করলেন। তাঁরই অসামান্য গোলে শেষ পর্যন্ত লাল-হলুদের প্লে-অফ খেলা এখনও টিকে রইল।