শেষ আপডেট: 23rd July 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে বিভিন্ন পুরসভায়। এদিকে অস্থায়ীভাবে রাস্তার পাশে ফুটপাত দখল করে থাকা ইমারতি সামগ্রী মাথাব্যথার কারণ হয়েছে উত্তরপাড়া শহরে।
জি টি রোডের ধারে যত্রতত্র ছড়িয়ে ইমারতি সামগ্রী। ফুটপাত দখল করেছে বালি, সিমেন্ট ও স্টোনচিপস। রাস্তা দিয়ে হাঁটার উপায় নেই পথচারীদের। দিন দিন বেড়েই চলেছে দুর্ঘটনা। প্রশাসনের হুঁশিয়ারিতেও কাজ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
জি টি রোডের আশেপাশে তৈরি হচ্ছে আকাশছোঁয়া সব ইমারত। তারই সামগ্রী দখল করেছে ফুটপাত। এই নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন বাসিন্দারা। তাঁরা জানান, রাস্তার ফুটপাত জুড়ে রয়েছে বালি- স্টোনচিপস। যার ফলে ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হাঁটাচলা করতে হচ্ছে তাদের। দুর্ঘটনাও ঘটছে যখন তখন। অবিলম্বে ফুটপাত খালি করার দাবি জানিয়েছেন তাঁরা।
উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, "পুরসভার অনেক রাস্তা ও জিটি রোডের ফুটপাতে পড়ে থাকতে দেখা যায় বালি-সিমেন্ট-স্টোনচিপস। যার ফলে সাধারণ মানুষের সমস্যা হয়। পুরসভা খোঁজ পেলেই পড়ে থাকা সামগ্রী বাজেয়াপ্ত করে নিয়ে চলে আসে। আগেও এ ধরনের ঘটনায় পদক্ষেপ করতে হয়েছে পুরসভাকে। এবারেও অবৈধভাবে রাস্তার ফুটপাতের মধ্যে পড়ে থাকা ইমারতি সামগ্রী সরানো না হয় তাহলে তা বাজেয়াপ্ত করবে পুরসভা।"
এ বিষয়ে ইমারত প্রস্তুতকারক এক প্রোমোটার বলেন, "সরকারি রাস্তায় এই ধরনের সামগ্রী ফেলে রাখা উচিত নয়। আমরা যত দ্রুত সম্ভব এই সমস্ত সামগ্রী সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব। আগামীতে যাতে এই ধরনের অব্যবস্থা না হয় সেই দিকে খেয়াল রাখব।" একুশে জুলাই রাতে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে থাকা ইমারতি দ্রব্যে মোটরবাইকের চাকা আটকে গিয়েছিল ট্রাফিক পুলিশের কর্মী কৃষ্ণচন্দ্র মালিকের। দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।