শেষ আপডেট: 18th May 2024 18:20
দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : ফের শিরোনামে খাদিকুল। আবারও তাজা বোমা এবং বারুদ উদ্ধারকে ঘিরে শোরগোল পড়ল এলাকায়। শনিবার বেলার দিকে এগরা ১ ব্লকের খাদিকুলে প্রচুর পরিমাণ অবৈধ বোমা ও বারুদ উদ্ধার হয়।
এদিন গ্রামবাসীরা জঙ্গলে কাজ করতে গিয়েছিলেন। এই সময় একটি বড়ো হাঁড়িতে বারুদ দেখতে পেয়ে এগরা থানায় খবর দেন তাঁরা। তারপরেই এগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ পৌঁছতেই অবশ্য বিক্ষোভ শুরু করেন এলাকার মানুষ। বিজেপির মণ্ডল সভাপতি বিমল শীটে দাবি, এদিন বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে সভা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সভায় খাদিকুল থেকে প্রচুর মানুষ যোগ দেওয়ার কথা। তাঁর আগেই তৃণমূলের দুষ্কৃতীরা এখানে প্রচুর বোমা ও বারুদ মজুত করেছিল। ওই মিছিলে হামলা চালানোর জন্য। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁদের বক্তব্য, বোমা উদ্ধারের এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।
স্থানীয় বাসিন্দা তৃণমূল কর্মী অনাদি গিরি অবশ্য বলেন, "এখানে তৃণমূলের লোকজন বোমা বাঁধে। তৃণমূল করি মানেই এসব অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে এমনটা কথা নয়। আমি এখানে একাই থাকি।" কারা বোমা বাঁধে, নাম বললে তাঁর প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খাদিকুলের এই বাসিন্দা।
গত বছরের ১৬ই মে এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে ১১ জনের মৃত্যু সারা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। ওই বোমা কারখানার মালিক ভানু বাগ বিস্ফোরণে মারা গিয়েছিলেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ ভানু বাগের ছেলে পৃথীজিৎ বাগ, ভাইপো ইন্দ্রজিত বাগ ও প্রসেনজিৎ বাগকে গ্রেফতার করেছিল। বর্তমানে তারা জামিনে মুক্ত।
এলাকাবাসীর দাবি, ভানু বাগের ছেলে পৃথীজিৎ ও স্থানীয় তৃণমূল নেতারা লোকসভা ভোটের আগে আবারও অবৈধ বোমা মজুত করছে। এগরা থানার পুলিশ বোমা ও বারুদ উদ্ধারের কথা স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে, কী ধরনের বারুদ বা সামগ্রী মজুদ করা হয়েছিল তা খতিয়ে দেখার কাজ চলছে।