শেষ আপডেট: 15th July 2024 17:08
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দীর্ঘ টালবাহানার শেষে মাওবাদী বন্দি অর্ণব দামের কাউন্সিলিং শেষ হল। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী গাঙ্গুলি ভবনে নিয়ে আসা হয় অর্ণবকে। সেখানে হয় কাউন্সেলিং।
সোমবার ঘড়ির কাঁটায় ঠিক দুপুর দুটোর সময়ে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে প্রিজন ভ্যানে অর্ণবকে নিয়ে আসা হয় বিশ্ববিদ্যালয়ে। সঙ্গে ছিল সাদা পোশাকের পুলিশ। ইতিহাস বিভাগের প্রধান সৈয়দ তানভির নাসরিন বলেন, "ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল। এরপর তাঁকে শুধুমাত্র ফিজ জমা দিতে হবে। ১৯ জুলাই ফিজ জমা করতে হবে তাঁকে। তবে এর জন্য তাঁকে বিশ্ববিদ্যালয়ে না এলেও চলবে। অনলাইনেও ফিজ জমা করা যাবে।"
কাউন্সেলিং শেষ হওয়ার পর প্রিজন ভ্যানে ওঠার আগে ইতিহাসের গবেষক ছাত্র অর্ণব দাম বলেন, "আজ কাউন্সেলিং হল, আমার পিএইচডি করার জন্য ভর্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল আজকে আশা করি তার অবসান হল। উচ্চতর শিক্ষা ও গবেষণার এই সুযোগ করে দেওয়ার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতি আমি কৃতজ্ঞ। কারা দফতরের আধিকারিক ও রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এই জায়গায় আসতে পারতাম না। তাই তাদেরকেও ধন্যবাদ।"
প্রায় ঘণ্টা দুয়েক অর্ণব দামের কাউন্সেলিং চলে। বেলা ৩ টে ৫৫ মিনিট নাগাদ তাঁকে বের করে নিয়ে যাওয়া হয় বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে। অর্ণব আসবে, এই খবর ছড়িয়ে পড়ায় সোমবার সকাল থেকেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে টানটান উত্তেজনা ছিল। দুপুরের পর থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়।