বার্সেলোনায় লিওনেল মেসির মাঠ ঘুরতে গেলে আগাম সতর্ক হোন, বলছেন পর্যটক বিশেষজ্ঞরা।
শেষ আপডেট: 8th July 2024 20:49
দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, অতিথি দেব ভবঃ! কিন্তু ইউরোপে একেবারেই আর সেটা নয়।
তালিকায় নতুন সংযোজন, বার্সেলোনা।
বাঙালিদের অনেকেই ইউরোপ গেলে একবার স্পেন ঘুরে আসার পরিকল্পনা করেন। আর স্পেন গেলেই অবধারিতভাবে তালিকায় থাকে বার্সেলোনা। মধ্যযুগীয় এই শহর আজ ইউরোপের অন্যতম সংস্কৃতি ও বাণিজ্যের পীঠস্থান। শহরের কোল ঘেঁষে রয়েছে ভূমধ্যসাগর। তার অপরূপ শোভা শীত হোক বা গ্রীষ্ম, বার্সেলোনাকে অন্যতম সেরা পর্যটক আকর্ষণ বানিয়েছে। তালিকায় বাড়তি আকর্ষণ ফুটবল। বার্সেলোনা শহরে রয়েছে বাঙালির অতি প্রিয় লিওনেল মেসির বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাব বার্সেলোনা। বাঙালি পর্যটকরা বার্সেলোনা গেলে অন্তত একবার ক্যাম্প ন্যুয়ের বাইরে থেকে একটা ছবি তুলে আসার চেষ্টা করেন।
কিন্তু এবার সেই পর্যটকদের ওপরেই খড়্গহস্ত বার্সেলোনার স্থানীয় বাসিন্দারা।
রীতিমত তুলকালাম অবস্থা বার্সেলোনায়। স্থানীয় নাগরিকদের প্রায় একশোর বেশি সংগঠন রীতিমত মিছিল করে দাবি তোলে, 'পর্যটকরা বাড়ি ফিরে যাও!' সঙ্গে থাকে ফেস্টুন, ব্যানার, পতাকা। এমনকি পর্যটক দেখলে খেলনা পিস্তল থেকে জল ছুঁড়ে মারা হয়! যা নিয়ে রীতিমত আতঙ্কে বার্সেলোনায় উপস্থিত পর্যটকরা।
কিন্তু কেন এই ক্ষোভ? ইউরোপের অন্যতম পর্যটক-প্রিয় শহরের মধ্যে শীর্ষে রয়েছে বার্সেলোনা। রাজধানী মাদ্রিদের চাইতেও বার্সেলোনার জনপ্রিয়তা বেশি। ২০২৩ সালে কাতালান প্রদেশের সরকারি হিসেব অনুসারে, প্রায় আড়াই কোটিরও বেশি পর্যটক বার্সেলোনা ও পার্শ্ববর্তী কাতালান অঞ্চলে ঘুরতে এসেছেন। তাতে আয় হয়েছে ১২ বিলিয়ন ইউরো। কিন্তু বিভিন্ন সংগঠনের দাবি, এতে করে আখেরে ক্ষতি হয়েছে স্থানীয়দের। পর্যটকদের চাপে জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। গণপরিবহনে কার্যত পর্যটকরাই জায়গা জুড়ে রয়েছেন। শুধু মাত্রাছাড়া লাভ করেছে একাধিক ভ্রমণ সংস্থা। এতে স্থানীয় আয়ে অসাম্য বৃদ্ধি পাচ্ছে।
দাবি মেনে শহরের মেয়র হায়ুমে কোলবোনি জানিয়েছিলেন, তিনি পদক্ষেপ করবেন। ফলে পর্যটকদের ঠেকাতে নানা ব্যবস্থা নেওয়া হয়। প্রতি রাতে থাকার জন্য পর্যটকদের কাছ থেকে চার ইউরো কর চাপানো হয়। প্রমোদতরী আসায় কড়াকড়ি করা হয়। বিভিন্ন অ্যাপার্টমেন্টে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়। পর্যটকরা যাতে বাড়িভাড়া না পান, সেদিকেও কড়া নজর দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, পর্যটকদের চাপে বাড়িভাড়া গত দশ বছরে ৬৮ শতাংশ বেড়ে গিয়েছে। যা বেশ চিন্তার।
ইউরোপের বিভিন্ন শহরেই সম্প্রতি পর্যটক ঠেকানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতালির ভেনিসে যেমন একদিন ঘোরার জন্য ৫ ইউরো চার্জ করা হয়েছে। আমস্টারডাম শহরের কর্তারা জানিয়েছেন, এখানে এসে হুল্লোড় করার দিন শেষ। নতুন হোটেল খোলার লাইসেন্স বন্ধ করে দিয়েছেন। অস্ট্রিয়ার সালজবুর্গ জানিয়েছে, তারা কেবলমাত্র এক রাত থেকে চলে যাওয়ার অনুরোধ করবে পর্যটকদের। ক্রোয়েশিয়ার মধ্যযুগীয় শহর দুব্রোভনিকে শ্যুট করা হয়েছিল বিখ্যাত হলিউড সিরিজ 'গেম অফ থ্রোনস'-এর। তারপর থেকে পাল্লা দিয়ে বাড়ছিল পর্যটক। ক্রোয়েশিয়া সরকার জানিয়েছেন, তাঁরাও আর পর্যটক চাইছেন না। রাশ টানা হয়েছে হোটেলের ওপর।