শেষ আপডেট: 30th June 2024 15:04
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জেতার পর জয়ের আনন্দে ট্রফিতে পা রেখে বিতর্কে জড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ!
শনিবার রাতে টি-২০ বিশ্বকাপ জয়ের মুহূর্তকে চিরজীবন মনে রাখতে আর একজন অধিনায়ক মাঠে ড্রাইভ দিয়ে শুলেন, মাটিকে প্রণাম করলেন এবং সম্ভবত এক চিমটে মাটিও খেলেন! তিনি ৩৭ বছর বয়সি ভারতের 'হিটম্যান' অধিনায়ক রোহিত শর্মা।
ইতিমধ্যে রোহিতের মাটি খাওয়ার ওই দুর্লভ ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, অত্যন্ত আবেগতাড়িত ভাবে বার্বেডোজের মাঠ থেকে এক চিমটে মাটি নিজের মুখে ভরলেন রোহিত। চোখের কোণায় জলও। আনন্দাশ্রু যাকে বলে আর কি!
एक था जो ट्रॉफी पे पैर रख रहा था, और एक है जो मैदान की मिट्टी भी खा गया ❤️
— Dr. Ladla ???????? (@SonOfChoudhary) June 30, 2024
ROHIT You Beauty ❤️???? pic.twitter.com/y5aQGiTSLl
হবে নাই বা কেন! টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে দুটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু জয় আসেনি। এবারেও তীরে এসে তরি ডুবে যাবে না তো! বার বার ইশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। খেলার মাঝেই বারে বারে আকাশের দিকে তাকাচ্ছিলেনও। তিনি ছাড়া আর কেউই সম্ভবত তখনও জানতো না, ট্রফি হাতে টি-২০ বিশ্বকাপ থেকে চিরতরে বিদায় নেবেন রোহিত শর্মা।
একসময় মাঠের রাশ নিয়ে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবু প্রাণপন লড়াই চালিয়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। শেষ বলটিতে দক্ষিণ আফ্রিকা বোল্ড হওয়ার সঙ্গে সঙ্গে রোহিতকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা গেছে। আনন্দে আবেগতাড়িত রোহিত মাটিকে ছুঁলেন, প্রণাম করলেন, সকলেই প্রথমে এমনটাই ভেবেছিলেন।
কিন্তু নাহ্, যে মাটিতে টি-২০ বিশ্বকাপে ভারতের ১৭ বছরের খরা কাটাল, শনিবার রাতে সেই মাটি শুধু ছুঁলেন না, একটু খানি খেলেনও। সেই সূত্রেও নয়া নজির গড়লেন ভারতীয় অধিনায়ক। উঠে এল অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের প্রসঙ্গও।
এই জয়ের পর ভারতের কাছে এখন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা, যা ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের সমান।