শেষ আপডেট: 5th September 2024 15:14
দ্য ওয়াল ব্য়ুরো, উত্তর ২৪ পরগনা: আরজি করের বুধবার ছিল নাগরিক সমাজের রাতদখলের মিছিল। এমন পরিস্থিতিতে ১২ বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল। অভিযুক্ত যুবক নাবালিকার মায়ের প্রেমিক। এই ঘটনাকে কেন্দ্র করে বারাসতের মধ্য কালিকাপুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের উপর চড়াও হয়।
স্থানীয়দের অভিযোগ, সুমন মণ্ডল নামে এলাকার এক যুবকের সঙ্গে নাবালিকার মায়ের ঘনিষ্ঠতা রয়েছে। সংসার চালাতে ওই মহিলাকেও কাজে যেতে হয়। নাবালিকা বেশিরভাগ সময়ে বাড়িতে একাই থাকে। ফাঁকা বাড়িতে নাবালিকাকে উপর দিনের পর দিন যৌন হেনস্থা চালাত অভিযুক্ত ওই যুবক।
নাবালিকার দিদা ও মাসির অভিযোগ, এই ঘটনা নাবালিকা তার মাকেও জানিয়েছিল। কিন্তু মেয়ের সেই কথা মানতে চায়নি তার মা। উল্টে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। বুধবার অত্যাচার সহ্য করতে না পেরে দিদা ও মাসিকে জানায়। এরপরেই ওই যুবকের বাড়িতে চড়াও হয় নাবালিকার দিদা ও মাসি। লোকজন নিয়ে ওই যুবকের বাড়িতে চড়াও হয়। পুলিশকেও ঘটনাস্থলে ডেকে পাঠায়। রীতিমতো তেতে ওঠে কালিকাপুর এলাকা।
নাবালিকার মাসি বলেন, "মেয়ের মা বাড়িতে থাকে না। এই সুযোগেই ওই যুবক তাদের বাড়ি যেতে। মেয়ের সঙ্গে অভব্য আচরণ করত। সে কথা মাকে জানিয়েছিল মেয়ে। কিন্তু উল্টে মেয়ে উপরেই অত্যাচার করত তার মা। তাই আমরা বিষয়টি জানতে পেরে পুলিশ ডাকি।" যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে অভিযুক্ত।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। নাবালিকাকেও হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।