শেষ আপডেট: 2nd August 2024 22:04
দ্য ওয়াল ব্যুরো: কার্ফু পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। সেনাও মোতায়েন আছে বেশ কিছু এলাকায়। তারমধ্যেই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে নতুন করে পথে নেমেছে পড়ুয়ারা। তাদের সঙ্গে যোগ দিয়েছে শিক্ষক, অভিভাবক এবং আইনজীবীদের একাংশ।
শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে দেশটির নানা জায়গায় পুলিশের সংঘর্ষ হয়েছে। হবিগঞ্জে সংঘর্ষ চলাকালে আহত হন মোস্তাক মিঞা নামে এক তরুণ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর হাতে গুরুতর আঘাতের চিহ্ন আছে। চিকিৎসকেরা বলেন, ময়না তদন্তের আগে বলা যাবে না কীভাবে আঘাত লাগে। অতিরিক্ত রক্তপাতে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। বছর চব্বিশের ওই ব্যক্তি পেশায় শ্রমিক। তাঁর সঙ্গী জানান, মোস্তাক জুতো কিনতে বাজারে এসেছিলেন। তিনি পুলিশ-জনতা সংঘর্ষের মাঝে আটকে পড়েন।
ক্ষমাপ্রার্থী হাসিনার মন্ত্রী জুনাইদ আহমেদ পলকক্ষমাপ্রার্থী হাসিনার মন্ত্রী জুনাইদ আহমেদ পলক
এই ঘটনার খানিক পর উত্তপ্ত হয়ে ওঠে খুলনা শহর। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে দুপুর থেকে পুলিশের সংঘর্ষ চলছিল। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙতে এলে তাদের রাস্তার অপর লেন দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। খানিক পর আন্দোলনকারীরা পিছন থেকে পুলিশের উপর হামলা করে। সামনেও আন্দোলনকারীরা থাকায় পুলিশ বেকায়দায় পড়ে যায়। লাঠি-গ্যাস-গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই এক পুলিশ সদস্যকে আন্দোলনকারীরা পিটিয়ে মেরে ফেলে। তাঁর নাম সুমনকুমার ঘরামী। তিনি খুলনা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
খুলনার পুলিশ কমিশনার মহম্মদ মোজাম্মেল হক জানান, আন্দোলনকারীদের হামলায় ২০-২৫জন পুলিশ আহত হয়েছেন। তিনি বলেন, সারাদিন ধৈর্যের পরীক্ষা দিয়ে বিকালে পুলিশ রবার বুলেট ব্যবহার করে। তারপর আন্দোলনকারীরা হামলা চালিয়ে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে।
এদিকে, বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা আগামী রবিবার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। শনিবার তারা সারা দেশে বিক্ষোভ মিছিল করবে।
এদিকে, পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার আন্দোলনকারীদের কিছু কিছু দাবি মেনে নিতে শুরু করেছে। বৃহস্পতিবারই আন্দোলনের সমন্বয় ছয় ছাত্র নেতাকে গোয়েন্দা পুলিশ মুক্তি দেয়। শুক্রবার ৪৫জন পড়ুয়াকে জামিন দেয় দেশের বিভিন্ন আদালত। এই পড়ুয়ারা এসএসসি পরীক্ষায় বসবেন।
আওয়ামী লিগের সাধারণ সম্পাদক তথা সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার সন্ধ্যায় জানান, শিক্ষার্থীদের আটক, হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, বাংলাদেশের টেলি যোগাযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একটু আগে তাঁর সরকারি বাসভবনে সাংবাদিকদের ডেকে আন্দোলনকারীদের উদ্দেশে বলেছেন, আমার কোনও ভুল হয়ে থাকলে তরুণ প্রজন্মের কাছে আমি ক্ষমাপ্রার্থী। সেই সঙ্গে বলেছেন, ইন্টারনেট ব্যহত হওয়া এবং গুজব ছড়ানো আটকাতে ব্যর্থতার দায় তাঁর। এজন্য যে কোনও শাস্তি তিনি মাথা পেতে নেবেন।