বিএসএফ
শেষ আপডেট: 22nd July 2024 20:26
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট সরকারি প্রস্তাবে সায় দিয়েছে। কোটা বাতিলের রায় দিয়েছে তাদের সর্বোচ্চ আদালত। কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশের পরিস্থিতি এখন স্বাভাবিক হয়নি। ধীরে ধীরে সেখানে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা বাড়ি ফিরতে শুরু করেছেন। তাঁদের নিরাপদে বাড়ি ফিরিয়ে দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিএসএফ। শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং, গরম খাবার ও যানবাহনের ব্যবস্থা করেছেন।
ইতিমধ্যে চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে ইতিমধ্যে বাংলাদেশ থেকে পড়ুয়ারা দেশে ফিরতে শুরু করে। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা সহ গরম খাবার ব্যবস্থা করা হয়েছে সীমান্ত ক্যাম্পগুলিতে। বিএসএফ সূত্রে জানা গেছে, রবিবার প্রায় ৫ শতাধিক পড়ুয়া ফিরে এসেছেন। শুধু ভারত নয়, নেপাল ও ভুটানের পড়ুয়ারাও রয়েছে। তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সরকারি বাস রাখা হয়েছিল। অভুক্তদের খাবার দেওয়া হয়।
অশান্ত বাংলাদেশের যেসব চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে পড়ুয়ারা ফিরে আসছেন, তাতে তাঁরা মানসিক ভাবে বিধ্বস্ত তাই কাউন্সেলিং বিভাগ খোলা হয়েছে ক্যাম্পে।
বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত ডিআইজি, মুখপাত্র এ কে আর্য বলেন, আইসিপি পেট্রাপোল, এলসিএস মাহাদিপুর, ঘোজাডাঙা, গেদের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করেছেন। শিক্ষার্থীদের দেশে ফেরাতে সহযোগিতা করে চলেছেন।