শেষ আপডেট: 7th August 2024 13:07
দ্য ওয়াল ব্যুরো: আধ্যাত্মিক গুরু সদগুরু জাগ্গি বাসুদেব বুধবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগের তীব্র নিন্দা করলেন। পড়শি দেশে সংখ্যালঘুদের আক্রান্ত হওয়া থেকে রক্ষার উপর জোর দেন তিনি।
এদিন এক এক্সবার্তায় সদগুরু বলেছেন, হিন্দুদের বিরুদ্ধে যে আক্রমণ চলছে বাংলাদেশে তা কেবলমাত্র তাদের অভ্যন্তরীণ বিষয় হতে পারে না। প্রতিবেশী দেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই মুহূর্তে আমরা উঠে না দাঁড়ালে ও পদক্ষেপ না করলে ভারত মহা-ভারত হতে পারবে না।
একদিন যা আমাদেরই দেশের অন্তর্ভুক্ত ছিল, দুর্ভাগ্যজনকভাবে আজ তা আমাদের প্রতিবেশী দেশ। কিন্তু, সেখানে এই মানুষদের নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, যাঁরা এই সভ্যতারই অঙ্গ। যে নৃশংসতা সেখানে চলছে তাকে খুবই দুঃখজনক বলেছেন সদগুরু।
ISHA ফাউন্ডেশনের সদগুরুর এই প্রতিক্রিয়ার আগে যোগগুরু বাবা রামদেব মঙ্গলবার বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের খবরের তীব্র নিন্দা করেন। কেন্দ্রের কাছে তিনি কূটনৈতিক ও রাজনৈতিকভাবে হিন্দুদের রক্ষা করার আর্জি জানান। রামদেব এই ঘটনাকে মৌলবাদী শক্তির পরিকল্পিত আক্রমণ করে বর্ণনা করেন। রামদেবও ভারত সরকারের কাছে হিন্দুদের রক্ষা করার আবেদন জানিয়েছিলেন।
ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘও কেন্দ্রকে বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার আর্জি জানিয়েছেন। মঙ্গলবার আরএসএস নেতা ভাইয়াজি জোশি বলেন, আমরা আশা করি সরকার নিশ্চই এ বিষয়ে পদক্ষেপ করবে।