বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেষ আপডেট: 7th August 2024 16:50
দ্য ওয়াল ব্যুরো: জ্বলছে বাংলাদেশ। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে দেশে পরের পর আক্রান্ত হচ্ছেন আওয়ামী লিগের নেতা-কর্মীরা। ভাঙচুর হচ্ছে বাড়ি, জ্বালিয়ে দেওয়া হচ্ছে আগুন লাগিয়ে। এমন ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়েই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লিগের নেতারা। বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিকের খবর, বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের বেদিতে দাঁড়িয়ে এই শপথ নেন তাঁরা।
তাঁরা শপথ নেন শেখ হাসিনার ওপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়ের প্রতিশোধ নেবেন। শপথবাক্য পাঠ করান জেলা আওয়ামী লিগের সভাপতি মাহবুব আলি খান। পরে তিনি বলেন, "আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবই। জামাত-বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করছে, তাকে রুখবই।"
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম বলেন, "যত দিন পর্যন্ত আমরা আমাদের নেত্রীকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব, ততদিন আমরাও ঘরে ফিরব না। দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলব আমরা।"