শেষ আপডেট: 9th June 2024 12:27
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে বাগজোলা খাল থেকে একাধিক হাড়গোড় উদ্ধার করল পুলিশ। এগুলি বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের দেহাংশ হতে পারে বলে অনুমান তদন্তকারীদের।
সাংসদ খুনের ঘটনায় মহম্মদ সিয়াম হোসেনকে আগেই গ্রেফতার করেছিল সিআইডি। তদন্তকারীদের দাবি, ধৃতকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে এদিন বাগজোলা খাল থেকে বেশকিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া হাড়গোড়গুলি সাংসদের কিনা তা নিশ্চিত হতে ওই হাড়গোড়গুলি ফরেন্সিক পরীক্ষায় পাঠাচ্ছে সিআইডি।
গত শুক্রবার বাংলাদেশ সীমান্ত থেকে সিয়ামকে গ্রেফতার করে সিআইডি। তদন্তকারীদের দাবি, গত ১৩ মে আনোয়ারুলকে খুনের পরে নিউ টাউনের আবাসন থেকে সাংসদের দেহাংশ ট্রলিতে করে এই বাগজোলা খালে ফেলে দিয়েছিল সিয়াম। সিয়ামের সঙ্গে ছিল খুনের মামলায় অন্যতম অভিযুক্ত জিহাদ হাওলাদার। জিহাদকে আগেই গ্রেফতার করেছিল সিআইডি।
এদিন সিয়ামকে নিয়ে বাগজোলা খাল এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপের পাশ থেকে হাড়গোড়গুলি উদ্ধার করেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, এখনও বাংলাদেশের সাংসদের দেহ উদ্ধার হয়নি। টয়লেটের ফ্লাশে আনোয়ারউল আজিম আনার দেহাংশ লোপাট করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান। তারপরই নিকাশি পাইপ, সেপটিক ট্যাঙ্ক পরীক্ষা করে বেশ কিছু মাংস উদ্ধার করেন তদন্তকারীরা। যা নিহত সংসদের দেহাংশ বলেই গোয়েন্দাদের অনুমান।
ইতিমধ্যে বাংলাদেশের সাংসদ খুনের তদন্তে এবার সিট গঠন করেছে সিআইডি। সিটের নেতৃত্বে রয়েছেন আইজি পদমর্যাদার একজন অফিসার। এছাড়াও তদন্তকারী দলে রয়েছেন তিন জন ডিআইজি পদমর্যাদার অফিসার-সহ ১০ থেকে ১২ জন আধিকারিক। এদিন ওই তদন্তকারী দলই হাড়গোড় উদ্ধার করে।