শেষ আপডেট: 5th August 2024 18:37
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ভারতের দীর্ঘদিনের বন্ধু-দেশ বাংলাদেশের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্দিনে তাঁকে নিরাপদ জায়গা দিলেও তিনি তাঁর দ্বিতীয় ঘরবাড়ি লন্ডনে যাত্রা করেছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। সোমবার বিকেলে দিল্লি থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। দুপুরেই ঢাকা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর কপ্টারে তিনি আগরতলা এসে পৌঁছান। সেখান থেকে হাসিনাকে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নিয়ে আসা হয়। তারপরই বাংলাদেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হাসিনা লন্ডনের উদ্দেশে যাত্রা করেন বলে সূত্র জানিয়েছে। আবার অন্য একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা কয়েকদিন দিল্লিতে থাকবেন। এরপর তিনি লন্ডনে যাবেন।
প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে একটি সূত্রে দ্য হিন্দুর খবরে জানা গিয়েছে। সেখানে বলা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে থাকা তাঁর বোন শেখ রেহানা ব্রিটিশ নাগরিক। তাই তাঁর রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন নেই। সেখানে তাঁর ও তাঁর মেয়ের বাড়িও রয়েছে।
নয়াদিল্লির গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে অবতরণ করে শেখ হাসিনার বিমান। ভারতীয় সেনাবাহিনীর কর্তারা তাঁকে স্বাগত জানান। সেখান থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন তিনি।
এদিকে, বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে ঢাকার সঙ্গে চলাচলকারী সব বিমানের ওঠানামা বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। বিমান কর্তৃপক্ষ এক বিবৃতিতে এদিন জানিয়েছে, আমরা পরিস্থিতির উপর নজর রেখে যাচ্ছি। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।