কোলাঘাটে দুর্ঘটনা
শেষ আপডেট: 22nd July 2024 14:24
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: রাতে বাইকে করে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তিন বন্ধুর। এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে কোলাঘাটের বৈষ্ণবচক এলাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম, আকাশ পালোয় (১৭), সায়ন ভোক্তা (১৮) ও অতনু মণ্ডল (২২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতনু মণ্ডলের বাইকে করেই আকাশ ও সায়ন বাড়ি ফিরছিলেন। ভোর ৫টা নাগাদ কোলাঘাটের বড়দাবাড় এলাকার রাস্তা দিয়ে বাইক চালিয়ে আসার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাঁরা। প্রচণ্ড গতিতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। তিনজন বাইক থেকে ছিটকে পড়ে যায়। হেলমেট না থাকায় মাথা ফেটে যায় তাঁদের। রাস্তায় তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁদের তমলুক তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানেই ডাক্তাররা তাঁদের তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তিনজনের পরিবারকেই খবর দেয়। তাঁরা হাসপাতালে আসার পরে দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অতনু মণ্ডলের কাকা কাঁদতে কাঁদতে বলেন, "গত এক বছর আগেই ভাইপোর বিয়ে হয়েছে। বাড়িতে বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য হওয়ায় শ্বশুর বাড়িতে থাকছিল। এখানে এসে শুনলাম যে রাতে ও বাড়ি থেকে ঘুরতে বেরিয়েছিল। এমন কিছু হয়ে যাবে ভাবতে পারিনি।"