শেষ আপডেট: 23rd July 2024 16:36
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: প্রতিনিয়ত গ্রামে চুরি হয়ে যাচ্ছে গরু। চোরেদের এমন দৌরাত্ম্য বিরক্ত ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজামতারা অঞ্চলের রাবভিটা গ্রামের মানুষ। সোমবার রাতে গ্রামে ঢুকে গরু চুরি করতে এলে ধরা পড়ে যায় এক এক বাংলাদেশি যুবক। এরপর পুলিশ তাকে আটক করে নিয়ে যেতে ঘটনাস্থলে পৌঁছলে গ্রামবাসীরা ক্ষোভে উগড়ে দেন।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, ওই যুবকের নাম হাসিবুল। সে বাংলাদেশি। গরুপাচারের সঙ্গে যুক্ত। হাসিবুলের দলে আরও কয়েকজন রয়েছে। এদিন তাদের ধরতে পারেননি পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন গ্রামের এক তরুণীর বিয়ের অনুষ্ঠান চলছিল। লোকেরা জন্য বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত তখন অন্য দিক থেকে গোয়ালে ঢুকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল চোরেরা। টের পেয়ে চোরেদের ধাওয়া করেন এলাকার মানুষ। হাতে-নাতে একজন ধরা পড়ে যায়।
গ্রামবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এলাকার বেশ কয়েকজন গরু চোরেদের দৌরাত্ম্য বেড়েছে। এলাকাটি বাংলাদেশ সীমান্ত লাগোয়া। পাচারকারীদের আনাগোনা রয়েছে। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করার পরও পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।
এদিন ঘটনা পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে পুলিশ। অভিযুক্ত থানায় নিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তি শুরু হয়। গ্রামবাসীদের বুঝিয়ে সুঝিয়ে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।তবে প্রশ্ন উঠছে সীমান্ত এলাকায় কাঁটাতার থাকা সত্বেও, বিএসএফের নজর এড়িয়ে কিভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে।এর পিছনে কারা কারা যুক্ত রয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।