শেষ আপডেট: 30th July 2024 13:26
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: নাবালিকা বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বাপের বাড়ির আত্মীয়দের অভিযোগ, পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল মেয়েকে। তা দিতে অস্বীকার করায় শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে বধূর দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম খাদিজা খাতুন (১৬)। পাঁচ মাস আগে সোলুয়া এলাকার সুলতান সেখের সঙ্গে তাঁর বিয়ে হয়। খাদিজার আত্মীয়দের অভিযোগ, নাবালিকা মেয়ের বিয়ে দিতে চাননি তাঁরা। কিন্তু সুলতান ও তার পরিবার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করে। খাদিজার নিরীহ বাবা-মা তখন কিছু করতে পারেননি। ফলে নাবালিকা মেয়ের বিয়ে তাঁদের মেনে নিতে হয়েছিল।
মৃতের মেসোমশাইয়ের দাবি, কয়েকদিন আগেই খাদিজার দিদির বিয়ে হয়েছে। এরপর থেকেই সুলতান ও তাঁর বাবা-মা খাদিজার উপর অত্যাচার শুরু করে। তাকে পণের জন্য চাপ দিচ্ছিল। এমনকী তা চাইতে অস্বীকার করায় মেয়েকে মারধর করা হত। তাকে বাপের বাড়িতে আসতে দেওয়া হত না।
সোমবার রাতে তাঁরা খবর পান শ্বশুরবাড়ি থেকে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই খবর শোনা মাত্র খাদিজার শ্বশুরবাড়িতে তাঁরা উপস্থিত হন। খবর পেয়ে পুলিশও সেখানে আসে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত স্বামী ও শাশুড়ি এই ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করলেও মৃতের বাপের বাড়ি তা মানতে নারাজ। তাঁদের অভিযোগ, মেয়েকে শ্বাসরোধ করে খুন করার পরে ঝুলিয়ে দিয়েছে তার স্বামী ও শ্বশুরবাড়ি লোকজন। হরিহরপাড়া থানায় জামাই, মেয়ের শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।