শেষ আপডেট: 25th July 2024 18:16
দ্য ওয়াল ব্যুরো: যানজট! এই শব্দবন্ধের মর্মার্থ প্রতি মুহূর্তে উপলব্ধি করেন বেঙ্গালুরুর বাসিন্দারা। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা এখানকার নিত্যদিনের রুটিন। স্রেফ এই কারণেই ২০২৩ সালের বিশ্বের ট্রাফিক-বিধ্বস্ত প্রথম ১০টি শহরের মধ্যেও জায়গা পেয়েছিল বেঙ্গালুরু।
তথ্যপ্রযুক্তির এই শহরে যানজট মুক্তি নিয়ে অতীতে অনেক আলোচনা হয়েছে। এবার এব্যাপারে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হল একটি পোস্ট। যেখানে এক নেট নাগরিক চিনের একটি সংবাদ প্রতিবেদনের অংশ বিশেষ শেয়ার করে লিখেছেন, 'চিনের এই ধারণা ধার করে বেঙ্গালুরুকেও যানজট মুক্ত করা যায়!"
কী সেই ধারণা! ভাইরাল পোস্টটিতে বলা হয়েছে, বেইজিং-এ, যানজটে আটকে থাকা যাত্রীরা কীভাবে নিজেদের যানজট মুক্ত করেন!
Bangalore founders, drop that saas idea and build this instead :) pic.twitter.com/JDJlrhXXJP
— Paras Chopra (@paraschopra) July 24, 2024
পারস চোপড়া নামে ওই নেট নাগরিক তাঁর পোস্টে জানিয়েছেন, বেইজিংয়ে যানজট থেকে মুক্তি পেতে হলে মাত্র ৬০ ডলার খরচ করতে হয়। এজন্য বিভিন্ন সংস্থা রয়েছে। ওই টাকার বিনিময়ে তাঁরা আপনাকে মোটরবাইকে করে আপনার গন্তব্যে পৌঁছে দেবে এবং গাড়িটিও পরে গন্তব্যে পৌঁছে যাবে।
২৪ জুলাই রাত ১১টা ২৩ মিনিটে নেট পাড়ায় পোস্টটি করেছিলেন পারস। তারপর থেকে এখনও পর্যন্ত ১ লাখ ৩২ হাজার মানুষ পোস্টটি দেখেছেন। লাইক করেছেন ৪ হাজার ৩৮৮ জন। কমেন্টে বক্সে একাধিক মন্তব্য।
এক নেট নাগরিকের কথায়, "চিনের ধারণাটি ভাল, তবে বেঙ্গালুরুর মতো বিশৃঙ্খল শহরে তা সম্ভব নয়।" বক্তব্যকে সমর্থন জানিয়ে আর একজন নেট নাগরিক লিখেছেন, "এতে হিতে বিপরীত হতে পারে। যানজট তো কমবেই না উল্টে মোটর বাইকের দৌলতে তা আরও বাড়বে।"
কেউ কেউ আবার লিখেছেন, ভাল ধারণা। বেঙ্গালুরুর উদ্যোগপতিরা বিষয়টি ভেবে দেখতে পারেন। বিষয়টি বাস্তবায়িত হলে শহর যেমন যানজট মুক্ত হবে তেমনই কিছু মানুষের কর্ম সংস্থানও তৈরি হবে। করও মতে, এমন পরিকল্পনা বাস্তবায়িত করতে হলে শহরের ট্রাফিক চালকদের সবার আগে সুশৃঙ্খল করতে হবে। কারণ, তাঁরা তো এক লেন অনুসরণ করেন না।