শেষ আপডেট: 11th April 2024 23:43
দ্য ওয়াল ব্যুরো: এবারেই প্রথম ১ বৈশাখে রাজ্য দিবস হিসেবে পালিত হতে চলেছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে আবেদনও জানিয়েছিল রাজ্য।
সূত্রের খবর, কমিশন থেকে শর্ত সাপেক্ষে অনুমোদন মিলেছে। তারপরই রাজ্য দিবস হিসেবে ১ বৈশাখকে পালন করার জন্য সরকারি স্তরে প্রস্তুতি শুরু হয়েছে।
গত অগস্টে রাজ্য বিধানসভায় বিধানসভার স্পিকার নিযুক্ত কমিটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ১ বৈশাখকে মান্যতা দিয়েছিল। তারপর এবারই প্রথম সরকারিভাবে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস।
তবে লোকসভা নির্বাচনের কারণে আদর্শ আচরণবিধি জারি রয়েছে। তাই রাজ্য সরকারকে পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুমতি দিলেও কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, ওই অনুষ্ঠানকে ঘিরে কোনওভাবেই যেন নির্বাচনী বিধি ভঙ্গ না করা হয়।
কমিশনের তরফে পরিষ্কারভাবে জানানো হয়েছে, ১ বৈশাখের সরকারি ওই অনুষ্ঠানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকতে পারবেন না।
নবান্ন সূত্রের খবর, সেকারণে ১ বৈশাখে রাজ্য দিবস পালনের ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের কোনও মন্ত্রী উপস্থিত থাকবেন না। পরিবর্তে নববর্ষের দিন বিকালে রবীন্দ্রসদনের সামনে ক্যাথিড্রাল রোডে রাজ্যস্তরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে জেলা স্তরেও পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস।