শেষ আপডেট: 14th April 2024 12:59
দ্য ওয়াল ব্যুরো: এবারেই প্রথম ১ বৈশাখ রাজ্য দিবস হিসেবে পালিত হচ্ছে। কমিশন থেকে শর্ত সাপেক্ষে অনুমোদন পাওয়ার পরই কলকাতা সহ জেলায় জেলায় তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে রবিবার রাজ্য দিবস হিসেবে ১ বৈশাখে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
যার প্রতিবাদে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কাঁথি শহরে দলীয় প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে ব়্যালি বের করেছিল বিজেপি। সেখানেই রাজ্য দিবসের সমালোচনা করে বিরোধী দলনেতার অভিযোগ, "বাংলার ইতিহাসকে বিকৃত করা হচ্ছে।"
নিজের দাবির সপক্ষে শুভেন্দু বলেন, "পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে ২০ জুন। রাকেশ রোশন যেমন চাঁদে যাননি, ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যাননি, মাতঙ্গিনী হাজরা যেমন পিছাবনীতে শহীদ হননি, তমলুকে শহীদ হয়েছিলেন, পনেরশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না আর পৃথিবীতে ১১৭০টি দেশ নেই, এগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের কোড, তেমনি ২০ জুন ভারতশ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদেরকে ভারত ভুক্তির সিদ্ধান্ত করেছিলেন। তাই ২০ জুন হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে বিকৃত করতে পারেন না।"
প্রসঙ্গত, গত অগস্টে রাজ্য বিধানসভায় বিধানসভার স্পিকার নিযুক্ত কমিটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ১ বৈশাখকে মান্যতা দিয়েছিল। তারপর এবারই প্রথম সরকারিভাবে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস।
এর প্রতিবাদে আগে বিধানসভায় বিজেপি বিক্ষোভও দেখিয়েছিল। সেই সময় শুভেন্দু জানিয়েছিলেন, রাজ্যের ক্ষমতায় এলে তৃণমূলের এই সিদ্ধান্ত বদলে দেওয়া হবে।
এদিন রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু বলেন,"বাংলা বাঙালির সংস্কৃতি, ভারত ভারতীয় সংস্কৃতি এটা যেন কেউ ভুলিয়ে দিতে না পারে।"