শেষ আপডেট: 23rd July 2024 17:47
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বিজেপি কর্মীকে হুমকি দিচ্ছেন তৃণমূলের নেতার স্ত্রী! এমনই এক ভিডিও ভাইরাল হওয়ায় তোলপাড় শুরু হয়েছে দুর্গাপুরে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। প্রতিবাদে থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভে সামিল হয় বিজেপি। দলের জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিউ টাউনশিপ থানায় বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকরা।
বিজেপির অভিযোগ, গত ১৪ জুলাই দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের গণতন্ত্র কলোনিতে রাকেশ বাদ্যকর নামে এক বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয়। স্থানীয় এক তৃণমূলের নেতা শেখ নবী ও তাঁর স্ত্রী হিরা খাতুন রাকেশকে মারধর করে। পরে নিউ টাউনশিপ থানা থেকে শুরু করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে মেল মারফত লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত ওই বিজেপিকর্মী। এরপর নিউ টাউনশিপ থানার পুলিশ এই মামলার তদন্তে নামে। তারপরে বিজেপি কর্মী রাকেশ বাদ্যকরের ওপর আবারও এই অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রী চড়াও হন বলে অভিযোগ। এমনকি বিজেপি কর্মীকে থানায় মামলা করার জন্য গালিগালাজও করা হয়। সে ভাইরাল ভিডিও হতেই বিতর্কের মুখে তৃণমূল।
অভিযোগ তোলেন নিউটাউনশিপ থানা এলাকায় ত্রাস হয়ে রয়েছে এই অভিযুক্তরা। বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলে বলেন,"এর শেষ দেখে ছাড়বো আমরাও। যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।" যদিও অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন," বিজেপি এখন ভুলভাল বকছে। উত্তরপ্রদেশে তো যোগীর পুলিশ রাজ্য চালাচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে আইনের শাসন আছে। কোথাও যদি কোনও অপরাধমূলক ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ নিশ্চয় কড়া ব্যবস্থা নেবে।"