শেষ আপডেট: 31st May 2024 14:52
দ্য ওয়াল ব্যুরো: পানীয় জলের হাহাকারকে ঘিরে শুক্রবার দুপুরে রণক্ষেত্রর চেহারা নিল শিলিগুড়ি পুরসভা চত্বর।
গত কয়েকদিন ধরেই শিলিগুড়ি শহরে পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে। জলসঙ্কটের মোকাবিলায় পুরসভা এখন পর্যন্ত কী কী পদক্ষেপ করেছে, তা জানাতে শুক্রবার দুপুরে পুরসভায় সাংবাদিক বৈঠক ডেকেছিলেন মেয়র গৌতম দেব।
মেয়রের সেই বৈঠক চলাকালীনই পুরসভার সামনে বিক্ষোভ শুরু করে বিজেপি। আন্দোলনকারীরা মেয়রের কুশপুতুলও নিয়ে এসেছিলেন। অভিযোগ, পুলিশ আন্দোলনকারীদের কাছ থেকে সেই কুশপুতুল ছাড়িয়ে নেয়। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে পুরসভা চত্বরে তীব্র উত্তেজনা তৈরি হয়।
বিশৃঙ্খলার খবর পেয়ে মাঝপথে সাংবাদিক বৈঠক থামিয়ে দেন মেয়র গৌতম দেব। বিজেপির অভিযোগ, মেয়রের নির্দেশেই শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালিয়েছে পুলিশ। ঘটনার প্রতিবাদে থানার সামনে অবস্থানে বসেছে বিজেপি। এ ব্যাপারে পুলিশের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
প্রসঙ্গত, বৃহস্পতিবারও পুরসভার সামনে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল। জলের মান নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখিয়েছিল সিপিএম। মেয়রকে দেখে ‘চোর চোর’ স্লোগানও ওঠে।
মহানন্দার জল পরিশ্রুত করে সরবরাহ করা হয় শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায়। সেই জলের মান নিয়ে সংশয় দেখা দেওয়ায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। মঙ্গলবার রিপোর্ট হাতে আসার পরেই জানা যায় জলের মান খুবই খারাপ। তারপরেই পুরসভার সরবরাহ করা জল পান করতে বারণ করেন মেয়র। বিকল্প হিসাবে জলের পাউচ বিলি করা হচ্ছে শহর জুড়ে। সেই জল বিলিতেও দলবাজি করা হচ্ছে বলে অভিযোগ।