প্রতিবাদে পাঁচ ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ রাখল বিজেপি
শেষ আপডেট: 19th August 2024 00:12
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখলের রাতে নান্দুরে এক তরুণীকে গলা কেটে খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধে সামিল হলেন বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। এই ঘটনারও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশি আশ্বাসে টানা পাঁচ ঘণ্টা জাতীয় সড়ক অবরুদ্ধ রাখা হয়। পরে বিকেল সাড়ে চারটে নাগাদ আন্দোলনকারীরা বিক্ষোভ তুলে নেন।
গত ১৪ অগস্ট পূর্ব বর্ধমানের নান্দুর গ্রামের ঝাপানতলায় নৃশংসভাবে গলা কেটে খুন করা হয় এক তরুণীকে। তরুণী কয়েকদিন আগেই বেঙ্গলুরু থেকে বাড়ি ফিরেছিলেন। বাড়ির ১০০ মিটার দূরে পাওয়া যায় তাঁর রক্তাক্ত দেহ।
এই ঘটনার পরে বর্ধমান থানা ও শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পরদিন থানা ঘেরাও করেন জনজাতি সম্প্রদায়ের মানুষ। চাপে পরে সিট গঠন করে পুলিশ এই রহস্যজনক খুনের তদন্ত শুরু করেছে।
রবিবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়কের গাংপুর সংলগ্ন রাস্তায় অবরোধ করে জনজাতির বেশ কয়েকটি সংগঠন। দীর্ঘক্ষণ অবরোধের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। অবরোধ চলাকালীন বিজেপি মালদহের হাবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু হাজির হন। তিনি বলেন "পুলিশ প্রশাসন কী করছে খুনের ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।আমরা এই ঘটনায় সিবিআই তদন্ত চাই।"
ভারত জাকাত মাঝি পরগনার মহলের নেতৃত্বে গাংপুর সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে অবরোধ করা হয়। তির ধনুক, হাঁসুয়া, টাঙ্গি সহ বিভিন্ন অস্ত্র নিয়ে জাতীয় সড়ক অবরোধ করা হয়। পাশাপাশি আরজিকরের ঘটনার ন্যায় বিচারের দাবি রাখেন তাঁরা।