শেষ আপডেট: 3rd August 2024 14:04
দ্য ওয়াল ব্যুরো: হাবড়া-২ নম্বর ব্লকে টেন্ডার নিয়ে বৈঠক চলাকালীন উত্তপ্ত বাক্য বিনিময়। বিডিও বনাম ব্লক সভাপতি। বিডিওর দিকে বোতল ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে।
হাবড়ার বিডিও অফিসে টেন্ডার নিয়ে বৈঠক চলছিল। আর সেই বৈঠক চলাকালীনই বিডিওকে গালিগালাজ, হুমকি এমনকি বোতল ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে হাবড়ার দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। উল্টে বিডিওর বিরুদ্ধেই নিস্ক্রিয়তার অভিযোগ তুলে জেলাশাসককে চিঠি দিয়েছেন ওই সভাপতি।
জানা গেছে, গত কয়েক দিন হাবড়ার ২ নম্বর ব্লকের বিডিও সীতাংশু শেখরের সঙ্গে হাবড়া পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাসের বিরোধ চলছিল। গত বুধবার বিডিওর দফতরে একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রতন দাস, সীতাংশু শেখর সহ আরও অনেকে। বৈঠকে বিডিওর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বিডিওকে গালিগালাজ, টেবিলে থাকা জলের বোতল ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে। লক্ষ্যভ্রষ্ট হয়ে তা বৈঠকে উপস্থিত আরেক সদস্যের গায়ে লাগে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সভাপতি।
ঘটনাটি নিয়ে জেলা শাসক এবং দলীয় নেতৃত্বের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন রতন দাস। কর্মীদের সঙ্গে দুর্বব্যবহার, টেন্ডার ডাকা নিয়ে অস্বচ্ছতা সহ বিডিও-র বিরুদ্ধে নানা রকমের দুর্নীতির অভিযোগ তোলেন তৃণমূল সভাপতি। ঘটনাটি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিডিও। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে হাবড়া দু নম্বর ব্লকে জোর চাপানউতর শুরু হয়েছে।